ইভটিজারদের প্রতি এমপি একরামের কঠোর হুশিয়ারী
ইভটিজারদের প্রতি কঠোর হুশিয়ারি দিয়েছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।
তিনি মঙ্গলবার সকালে নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া গার্লস হাই স্কুল এন্ড কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি আতাহার ইসরাক সাবাব চৌধুরীর সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এই হুশিয়ারি দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি একরামুল করিম চৌধুরী বলেন, ‘আমি আপনাদের জনপ্রতিনিধি হিসেবে, দেশের একজন আইন প্রণেতা হিসেবে স্পষ্ট ঘোষণা দিচ্ছি আমার এলাকায় কোন ইভটিজার থাকতে পারবে না। এখানে কোন ছাত্রী বা কোন নারী পথে ঘাটে কোন বখাটের কটুক্তির শিকার হয়েছে শুনলে ওই বখাটের খবর আছে। তাকে এমন শিক্ষা দেওয়া হবে যাতে সে আর কোন ছাত্রী বা নারীর দিকে বাজে দৃষ্টিতে তাকাতে না পারে।’
অনুষ্ঠানে উপস্থিত ছাত্রীদের উদ্দেশ্যে একরামুল করিম চৌধুরী বলেন, ‘তোমরা কোথাও ইভটিজিংয়ের শিকার হলে সাথে সাথে মুঠোফোনে আমাকে জানাবে, আমি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো। কয়েকদিন আগে কয়েকজন ছাত্রী ইভটিজারের বিরুদ্ধে কথা বলতে আমার বাড়িতে গিয়েছিলো। আমি সাথে সাথে ওই ইভটিজারকে পুলিশের হাতে তুলে দিয়েছি। সেদিন যারা ইভটিজারদের বিরুদ্ধে আমার কাছে নালিশ দিতে গিয়েছ আমি তোমাদের সাহসের প্রশংসা করি। মনে রাখবে তোমরা একা নয়। আমি তোমাদের সাথে আছি। তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। তোমরা সব সময় মনে সাহস নিয়ে পথে চলাফেরা করবে। আমি নিয়মীত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশ দিয়ে চলাফেরা করি। এই প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী যেন অসুবিধায় না পড়ে প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে আমার পুত্র আতাহার ইসরাক সাবাব চৌধুরী সেলক্ষ্যে কাজ করবে।’
অনুষ্ঠানে অশ্বদিয়া গার্লস হাই স্কুল এন্ড কলেজের সভাপতি আতাহার ইসরাক সাবাব চৌধুরী শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করে প্রতিষ্ঠান ও বাবা মায়ের মুখ উজ্জল করার আহবান জানিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রীর স্বপ্ন হলো স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে৷’ এ সময় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে অশ্বদিয়া গার্লস হাই স্কুল এন্ড কলেজে একটি লাইব্রেরি, অভ্যন্তরীন সড়ক মেরামত ও শিক্ষা সফর সহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান ও সাবাব চৌধুরীর সহধর্মীনী সুমরান নাহিদ হাসান চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অশ্বদিয়া গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম, অশ্বদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসিম মাহমুদ, সাধারণ সম্পাদক আলী আহম্মদ দুলাল, অভিভাবক আলমগীর কবির প্রমুখ।
এর আগে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা সবাইকে মুগ্ধ করে। এ সময় ভালো সাংস্কৃতিক পরিবেশনার জন্য শিক্ষার্থীদের পুরষ্কৃত করেন এমপি একরামুল করিম চৌধুরী।