নোয়াখালী প্রতিনিধি >
নোয়াখালী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের স্বার্থে বিশেষ ক্লাস চালু রাখার দাবি জানিয়েছে অভিভাবকগণ।
জানাযায়, জেলা শহরের অবস্হিত স্বনামধন্য নোয়াখালী উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ ও সহকারী শিক্ষকদের আন্তরিক পাঠদানে অতীতের ছেয়ে বিগত কয়েক বছর যাবত বার্ষিক ও এসএসসি পরীক্ষায় ফলাফল সন্তোষজনক এবং ধারা বাহিকভাবে ছাত্র ছাত্রীও বৃদ্ধি হচ্ছে শিক্ষকদের অনুপ্রেরণায় ছাত্র- ছাত্রীরা পড়াশোনায় মনোযোগী হচ্ছে। এ বিদ্যালয়ে প্রায় ৮শত ছাত্র ছাত্রী অধ্যায়ন রত আছে। কিন্তু দীর্ঘদিন বৈশ্বিক মহামারী করোনা কালীন সময়ে সারা দেশের ন্যায় নোয়াখালী উচ্চবিদ্যালয়ের ছাত্র -ছাত্রীদের পড়াশোনা কিছুটা বিঘ্ন ঘটে। আগামী দিনে বিদ্যালয়ে শিক্ষার মান আরো উন্নত করতে অধিকাংশ অভিভাবকগণের আবেদন ও কমিটির সিদ্ধান্ত মোতাবেক বিদ্যালয়ে নিয়মিত ক্লাসের বাহিরে বিশেষ ক্লাস চালু ছিল। বিদ্যালয়ের ২/১ জন শিক্ষক তাদের একক প্রাইভেট পড়ানোর বিঘ্ন ঘটায়, ক্ষুব্ধ হয়ে তারা স্কুলে বিশেষ ক্লাস নিতে অপারগতা প্রকাশ করে এবং একজন শিক্ষিকা বিভিন্নভাবে গ্রুপিং সৃষ্টির চেষ্টা করার অভিযোগ উঠেছে । প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ ও সহকারী প্রধান শিক্ষক কামরুল নাহার সমন্বয়ে এ সংক্রান্ত বিষয়ে ১৪ অক্টোবর ২০২৩ইং পরিচালনা পরিষদের সদস্যের উপস্থিতিতে অভিভাবকগণের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেন। মতবিনিময় সভায় ছাত্র ছাত্রীদের উন্নত পড়াশোনার জন্য বিদ্যালয়ে নিয়মিত ক্লাসের পাশাপাশি বিশেষ ক্লাস চালু রাখার দাবি জানিয়েছে অভিভাবক গণ।
নোয়াখালী উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ বলেন, অভিভাবকদের আবেদন ও কমিটির সিদ্ধান্ত মোতাবেক এবং স্কুলের ছাত্র ছাত্রীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি নির্দেশনা মেনে স্কুলে নিয়মিত ক্লাসের পাশাপাশি বিশেষ ক্লাস চালু রাখার দাবি জানিয়েছে অভিভাবকগণ।
তিনি আরো বলেন, আমি আমার ছাত্র-ছাত্রীদের উন্নত পড়াশোনার জন্য অভিভাবকদের দাবি মোতাবেক শিক্ষকদের সমন্বয়ে যত্নশীল হয়ে পাঠদানে সচেষ্ট থাকব।