• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে: মো. শাহজাহান ফ্যাসিস্ট শক্তিকে প্রতিহত করতে হবে: জামায়াত নেতা ইয়াছিন আরাফাত নোবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত পাসপোর্টে হয়রানি বন্ধ ও জনগনের সাথে সুসম্পর্ক উন্নয়নে বিদায়ী জেলা পুলিশের ডিআইও-১ এর প্রশংসনীয় উদ্যোগ! নোয়াখালীতে “দ্যা হান্ড্রেড বল ক্রিকেট টুর্নামেন্ট” এর শুভ উদ্বোধন সুধারামে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে- কামরুল ইসলাম ব্যবসায়ীদের আর্তনাদ কবিরহাটে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ)’র  সাধারণ সভা জেলা প্রশাসকের কাছে ৪ শত কম্বল হস্তান্তর করলো ‘আশা’ সোনাপুর পৌর বাসস্ট্যান্ডটি যেভাবে মার্কেটে পরিণত হচ্ছে

ডিজেল জেনারেটর নাকি গ্যাসোলিন জেনারেটর কোনটি ব্যবহার করা উচিৎ

এডমিন
আপডেটঃ : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

জেনারেটরের অনেক ধরনের পার্থক্য থাকে তবে ভালো মানের জেনারেটর কিনতে গেলে সবার প্রথমেই আপনাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে সেটি হচ্ছে ডিজেল জেনারেটর নাকি গ‍্যাসোলিন জেনারেটর। ডিজেল এবং গ‍্যাসোলিন জেনারেটর দুটির মধ‍্যেও রয়েছে বিস্তর তফাৎ। আজকে আমরা এই দুটি জেনারেটর নিয়ে বিশদভাবে আলোচনা করবো। চলুন তবে জেনে নেওয়া যাক।

ডিজেল জেনারেটর নাকি গ‍্যাসোলিন কোনটি কিনবেন: বিস্তারিত

ডিজেল জেনারেটর সাধারণত প্রাথমিক ব‍্যাকআপ পাওয়ারের জন‍্যে অনেক বেশি প্রয়োজনীয়। আজকের আলোচনার পর আপনি নিজেই এদের সম্পর্কে সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন।

কর্মদক্ষতা 

কর্মদক্ষতার বিবেচনায় ডিজেল জেনারেটর গ‍্যাসোলিনের থেকে অধিক কার্যকর। কেননা, ডিজেল জেনারেটরগুলো জ্বালানি বাল্ব জ্বালানোর জন‍্যে কম্প্রেশন ব‍্যবহার করে থাকে। ডিজেলে তৈরি জ্বালানিগুলো সাধারণত ইঞ্জিনে জ্বালানি এবং বায়ু প্রবেশ থেকে শুরু করে এটিকে সংকুচিতও করতে পারে।

পেট্রোল চালিত জেনারেটর কম দক্ষ, সস্তা, এবং এতে অন‍্যান‍্য জ্বালানির চাইতে তুলনা মুলকভাবে কম শক্তির ঘনত্ব রয়েছে।

ইফিসিয়েন্সি 

ইফিসিয়েন্সির কথা যদি ধরতে হয় তাহলে ডিজেল জেনারেটর থেকে গ‍্যাসোলিনের জেনারেটর বেশ কার্যকর। এটি যেমন দামে কম তেমনি খুব দ্রুততার সাথে পরিষ্কার করা যায় এবং এনার্জি ইফিসিয়েন্টও। ডিজেল ইঞ্জিনের ইফিসিয়েন্সি লেভেল ৪০%।

ডিজেল জেনেরেটর এর ইফিসিয়েন্সিও তুলনামূলকভাবে ভালো। কেননা এটি মোটের উপর ৮০% পযর্ন্ত ইফিসিয়েন্সি প্রডিউসড করতে পারে। এটি কিছুটা হলেও দামে সাশ্রয়ী এবং এতে হাই এনার্জির পাওয়ারও রয়েছে।

পাওয়ার সাপ্লাইয়ের দক্ষতা 

দ্রুতগতিতে পাওয়ার সাপ্লাইয়ের জন‍্যে আপনি ভরসা রাখতে পারেন ডিজেল জেনারেটরের উপরে। কেননা, এই জেনারেটরটি অন‍্যসব ধরনের জেনারেটর থেকে অনেক দ্রুত পাওয়ার সাপ্লাই দিয়ে থাকেন।

এর পাশাপাশি, আপনি চাইলে গেসোলিন এর উপরেও ভরসা রাখতে পারেন। এটি অন‍্য সমস্ত জেনারেটর থেকে আরও বেশি বেশি পাওয়ার সাপ্লাইয়ের ব‍্যবস্থা করে থাকে।

সেইফটি 

গ‍্যাসোলিনের জেনারেটর ক্ষতিকারক কার্বনডাই অক্সাইড থেকে ১০০% সুরক্ষা প্রদান করে থাকে। এটি ব‍্যবহারে সাধারণত কম কার্বন-ডাই-অক্সাইড উৎপন্ন ও নির্গত হয়ে থাকে। ডিজেল জেনারেটর একটু বেশিই কার্বন-ডাই-অক্সাইড উৎপন্ন এবং নির্গত করে থাকেন।

ওজন 

গ‍্যাসোলিনের জেনারেটর সাধারণত হাইলি পোর্টেবল এবং লাইটওয়েট। ডিজেলের জেনারেটর এই দিক দিয়ে একটু হলেও ভারী তবে পোর্টেবল।

মন্তব‍্য

দুটি জেনারেটরের মধ‍্যে যদি সত‍্যিই আপনাকে সিদ্ধান্ত নিতে হয় আপনার আসলে কোনটি নেওয়া উচিৎ তাহলে আমি বলবো আপনার অবশ্যই গ‍্যাসোলিনের জেনারেটর নেওয়া উচিৎ। কেননা, এটি দামে সাশ্রয়ী, ওজনে হালকা, ওয়ার্কিং ইফিসিয়েন্ট ও ডিজেলের থেকে বেশি। তবে, ডিজেল চালিত জেনারেটরও বেশ ভালো। কিন্তু আমার মতে, বাসা-বাড়িতে ব‍্যবহারের জন‍্যে গ‍্যাসোলিনের জেনারেটর’ই বেশি উপযোগী। বাকিটা, আপনি আপনার বাজেট অনুযায়ী বেছে নিলেই চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
No comments to show.