শুক্রবার সকাল থেকে অন্ধ কল্যাণ সমিতি আই হসিপাটালে দিন্ব্যাপী এ ক্যাম্প হয়।
ক্যাম্পে কাার্ডিয়াক সার্জারি,গ্যাস্টো এনটেরোলজি, অর্থোপেডিক্স, চক্ষু, গাইনি, চর্ম ও যৌন রোগ, শিশু, গাইনি এন্ড অবস, মনোরোগ, ইউরোলজি বিভাগের ঢাকা ও চট্রগ্রাম থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকগন প্রায় এক হাজার অসহায় ও দুস্থ রোগীদের বিনামুল্যে চিকিৎসাসেবা প্রদান করেন এবং বিনামুল্যে চোখে ছানি পড়া রোগীদের অপরারেশণ করেন এবং চোখে লেন্স লাগিয়ে দেন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী পৌরসভার মেয়র নুরুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, জেলা পরিষদের সদস্য মাহফুজুর রহমান বাহার, অন্ধ কণ্যাণ সমিতি আই হসিপটালের পরিচালক ডা. এম এ এইচ শরীফ, হাসপাতালের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভুইয়াসহ হাসপাতালের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন স্তরের প্রতিনিধিগনসহ আরও অনেকে।