• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে: মো. শাহজাহান ফ্যাসিস্ট শক্তিকে প্রতিহত করতে হবে: জামায়াত নেতা ইয়াছিন আরাফাত নোবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত পাসপোর্টে হয়রানি বন্ধ ও জনগনের সাথে সুসম্পর্ক উন্নয়নে বিদায়ী জেলা পুলিশের ডিআইও-১ এর প্রশংসনীয় উদ্যোগ! নোয়াখালীতে “দ্যা হান্ড্রেড বল ক্রিকেট টুর্নামেন্ট” এর শুভ উদ্বোধন সুধারামে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে- কামরুল ইসলাম ব্যবসায়ীদের আর্তনাদ কবিরহাটে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ)’র  সাধারণ সভা জেলা প্রশাসকের কাছে ৪ শত কম্বল হস্তান্তর করলো ‘আশা’ সোনাপুর পৌর বাসস্ট্যান্ডটি যেভাবে মার্কেটে পরিণত হচ্ছে

ইমামকে ডাক্তার ও তার পত্নীর মারধর, থানায় সমঝোতা

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২ মে, ২০২৩

নোয়াখালী:

নোয়াখালীর মাইজদীতে মসজিদের একজন ইমামকে মারধর করেছেন প্রাইম হাসপাতালের মালিক ডা. মাহবুবুর রহমান ও তার স্ত্রী শামীমা জাহান সুইটি। এ ঘটনার সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তীব্র নিন্দার ঝড় ওঠে।

সোমবার দুপুরে ইমাম মাহমুদুল হাসান সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ দেন। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলামের কক্ষে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোর্তাহীন বিল্লাহর উপস্থিতিতে উভয় পক্ষকে নিয়ে বৈঠকের মাধ্যমে বিষয়টি সমঝোতা করা হয়। এতে শানে সাহাবা খতিব কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি মুফতি শামীম মজুমদার, স্থানীয় ইউপি চেয়ারম্যান ইয়াছির আরাফাতও উপস্থিত ছিলেন।

এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাইজদীর প্রাইম হাসপাতালের সামনে ইসলাম ফার্মেসিতে মারধরের শিকার হন মাহমুদুল। তিনি হাউজিং এস্টেট এলাকার হাজী নূর ইসলাম মসজিদের ইমাম। মাহমুদুল লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের হাফেজ আবদুল মতিনের ছেলে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ৪১ সেকেন্ডের ওই ফুটেজে দেখা যায়, শামীমা জাহান সুইটি ফার্মেসিতে ঢুকে প্রথমে মাহমুদুল হাসানের সঙ্গে কথা বলছেন। এক পর্যায়ে শামীমা ধীরে ধীরে ইমামের কাছে যান এবং কিছু বুঝে ওঠার আগেই মাহমুদুলকে মারধর শুরু করেন। মারধর করতে করতে তাকে ফার্মেসির ভেতরে নিয়ে যান শামীমা। এক পর্যায়ে কাঁচি ও বেঞ্চ দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করেন।

মাহমুদুল হাসান জানান, রোববার সকালে তিনি মসজিদ পরিষ্কার করার সময় সামনে দিয়ে যাচ্ছিলেন প্রাইম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মাহাবুবুর রহমান। এসময় তার গায়ে ধুলো পড়ে অভিযোগ তুলে তিনি মাহমুদুলকে গালমন্দ এবং এক পর্যায়ে মারধর করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। সন্ধ্যায় প্রাইম হাসপাতালের সামনে ইসলাম ফার্মেসিতে ডা. মাহাবুবের স্ত্রী শামীমা জাহান সুইটি আবারও তাকে মারধর করেন। এক পর্যায়ে তিনি কাঁচি ও বেঞ্চ নিয়ে আঘাত করেন মাহমুদুলকে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মহিম উদ্দিন সবুজ ও আরিফুল ইসলাম জানান, মারধরের ঘটনার ভিডিও ফুটেজ ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকে প্রাইম হাসপাতালের একটি গ্রুপ ভুক্তভোগীসহ তাদের লোকজনকে নানা ধরনের হুমকি দিয়ে আসছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, প্রাইম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মাহবুবুর রহমানের হাতে বিভিন্ন সময় ওষুধ কোম্পানির প্রতিনিধি, রিকশাচালক,পথচারী ও হাসপাতালের কর্মচারীরা লাঞ্ছিত ও মারধরের শিকার হয়েছেন। ওই ঘটনাগুলোর কোনো প্রতিকার হয়নি।

মাহমুদুলের অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় সমঝোতা বৈঠক ডাকা হলে সেখানে যান ডা. মাহবুবুর রহমান ও তার স্ত্রী শামীমা জাহান সুইটি এবং মারধরের শিকার ইমাম।

অভিযোগের বিষয়ে ডা. মাহবুবুর রহমানের বক্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি।

অভিযুক্ত শামীমা জাহান ওসির কক্ষে বসে বলেন, ‘রোববার সকালের ঘটনা আপনারা দেখেননি? রাতের ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। এতে আমার অন্যায় হলে ক্ষমা চাইবো। কিন্তু আমি সেটা মনে করি না। তবু বিবেচনা করবো।’

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোর্তাহীন বিল্লাহ বলেন, তুচ্ছ বিষয় নিয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা দুই পক্ষকে নিয়ে বসেছি। উভয়পক্ষ আইনগত প্রতিকার না চেয়ে সমঝোতা করে নিয়েছে। তবু কারও কোনো অভিযোগ থাকলে আমরা আইনগত ব্যবস্থা নেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
No comments to show.