নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার কবিরহাট মডেল মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৪ নভেম্বর সকাল ১০ টায় কবিরহাট মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।কবিরহাট মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি জহুরুল হক চৌধুরী জহিরের সভাপতিত্ব এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ঠ সমাজ সেবক আবদুল হালিম মানিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোহাম্মদ আলী,মাঈনউদ্দীন,শামসুর রহমান চৌধুরী,মোহাম্মদ আবদুল্যাহ,নুরনবী আফছার,সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ,মেজবাহ উদ্দিন ভুঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসা শিক্ষক মাস্টার নজরুল ইসলাম সাইফ।
পরিচালনা কমিটির সদস্যরা জানান, ২০১১ সালে কবিরহাট মডেল মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করে। এখানে বর্তমান ছাত্র ছাত্রী সংখ্যা প্রায় ৫ শতাধিক। প্রতিবছর ছাত্র ছাত্রী ও অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ করা হয়। এবার ১১তম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ মাদ্রাসায় মোট ২ টি বিভাগ রয়েছে একটি সাধারন বিভাগ ও আরেকটি হেফজুল কোরআন বিভাগ রয়েছে।