• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে: মো. শাহজাহান ফ্যাসিস্ট শক্তিকে প্রতিহত করতে হবে: জামায়াত নেতা ইয়াছিন আরাফাত নোবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত পাসপোর্টে হয়রানি বন্ধ ও জনগনের সাথে সুসম্পর্ক উন্নয়নে বিদায়ী জেলা পুলিশের ডিআইও-১ এর প্রশংসনীয় উদ্যোগ! নোয়াখালীতে “দ্যা হান্ড্রেড বল ক্রিকেট টুর্নামেন্ট” এর শুভ উদ্বোধন সুধারামে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে- কামরুল ইসলাম ব্যবসায়ীদের আর্তনাদ কবিরহাটে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ)’র  সাধারণ সভা জেলা প্রশাসকের কাছে ৪ শত কম্বল হস্তান্তর করলো ‘আশা’ সোনাপুর পৌর বাসস্ট্যান্ডটি যেভাবে মার্কেটে পরিণত হচ্ছে

ইবনেসিনা ট্রাস্ট সবার এবং সকল দলের প্রতিষ্ঠান অধ্যাপক আ ন ম আব্দুজ জাহের

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

messenger sharing button
ইবনে সিনা ট্রাস্টের চেয়ারম্যান ও ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক আবু নাসের মোঃ আব্দুজ জাহের বলেন, ইবনে সিনা ট্রাস্ট কোনো দলের নয়, ধর্মের নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান জাতীয়তাবাদেরও নয়, এটি সবার এবং সকল দলের প্রতিষ্ঠান।

নোয়াখালীতে ইবনে সিনা ট্রাস্টের ২৫ তম শাখা ” ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার” উদ্বোধনী অনুষ্ঠান ও মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি ।

শনিবার সকালে শহরের নোয়া কনভেনশন হলে ইবনে সিনাফার্মাসিউটিক্যালস পিএলসি-এর চেয়ারম্যান ও ট্রাস্টের সদস্য (অর্থ) কাজী হারুন-অর-রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইবনে সিনা ট্রাস্টের চেয়ারম্যান ও ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক আবু নাসের মোঃ আব্দুজ জাহের। এ সময় স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সদস্য প্রশাসন প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলেন, উন্নত প্রযুক্তি সমৃদ্ধ মেশিনারিজ, দক্ষ জনশক্তি, কোয়ালিটি রিপোর্ট, ন্যায্য মূল্যে ও আন্তরিক সেবার প্রতিশ্রুতি নিয়ে আজ থেকে ঐতিহ্যবাহী নোয়াখালী জেলায় শুভ উদ্বোধন হতে যাচ্ছে ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টার । এ শাখার মাধ্যমে এঅঞ্চলের মানুষ স্বল্প খরচে উন্নত সেবা পাবেন। এ অঞ্চলের মানুষের চিকিৎসার জন্য যেন ঢাকামুখি বা বিদেশ মুখি হতে না হয় তার জন্য ইবনে সিনা ট্রাস্টের উদ্যোগে সকল সুযোগ সুবিধা সম্বলিত হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টার নোয়াখালীতে প্রতিষ্ঠিত হয়েছে।

স্বাগত বক্তব্যে ইবনে সিনা ট্রাস্টের সদস্য প্রশাসন প্রফেসর ড. এ.কে.এম সদরুল ইসলাম বলেন, দেশের ক্রমবর্ধমান জনগণের স্বাস্থ্যসেবার চাহিদা পূরণে ইবনে সিনা ট্রাস্ট ঢাকা ও ঢাকার বাইরে নতুন নতুন সেবাকেন্দ্র চালু করছে। এ শাখা সবচেয়ে বড় একটি শাখা।

তিনি বলেন, অন্যান্য শাখার মতই এ শাখা থেকেও রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের কনসালটেশন সুবিধা এবং তুলনামূলক কমখরচে সবধরনের ডায়াগনোস্টিক পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাবেন।

এ সময় তিনি সেবা কার্যক্রম চালু উপলক্ষে ১৬ নভেম্বর থেকে ডিসেম্বর-২৪ মাসব্যাপী ইবনে সিনা নোয়াখালী শাখায় রোগীদের জন্য ব্রেইন এমআরআই মাত্র ৪০০০ টাকা এবং সিটি স্ক্যান ২০০০ টাকায় করার সুবিধাসহ অন্যান্য সকল পরীক্ষা-নিরীক্ষায় ৩৫% ডিসকাউন্ট পাবে বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সরকারি তুহিন ফারাবী, ইবনে সিনা হাসপাতাল ধানমন্ডির ডিরেক্টর মেডিকেল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা: শহীদুল গনি, হাসপাতালের ডিরেক্টর এডমিন মো: আনিসুজ্জামান, জি এম মাসুদ, মোঃ জাহিদুর রহমান ও মোঃ নিয়াজ মাখদুম শিবলী এবং ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস পিএলসির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও ট্রাস্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, ঢাকা ও নোয়াখালীর খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসক, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী শ্রেনির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে হিল্লোল শিল্পী গোষ্ঠীর শিল্পীরা ইসলামি সংগীত পরিবেশন করেন।

পরে দুপুর সাড়ে ১২টায় মাইজদী জেনারেল হাসপাতাল রোডে ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার প্রাঙ্গণে ফিতা কেটে ইবনে সিনা নোয়াখালী শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি দি ইবনে সিনা ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের আবদুজ জাহের।

শেষে দোয়া মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
No comments to show.