নোয়াখালীতে ইবনে সিনা ট্রাস্টের ২৫ তম শাখা ” ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার” উদ্বোধনী অনুষ্ঠান ও মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি ।
শনিবার সকালে শহরের নোয়া কনভেনশন হলে ইবনে সিনাফার্মাসিউটিক্যালস পিএলসি-এর চেয়ারম্যান ও ট্রাস্টের সদস্য (অর্থ) কাজী হারুন-অর-রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইবনে সিনা ট্রাস্টের চেয়ারম্যান ও ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক আবু নাসের মোঃ আব্দুজ জাহের। এ সময় স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সদস্য প্রশাসন প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলেন, উন্নত প্রযুক্তি সমৃদ্ধ মেশিনারিজ, দক্ষ জনশক্তি, কোয়ালিটি রিপোর্ট, ন্যায্য মূল্যে ও আন্তরিক সেবার প্রতিশ্রুতি নিয়ে আজ থেকে ঐতিহ্যবাহী নোয়াখালী জেলায় শুভ উদ্বোধন হতে যাচ্ছে ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টার । এ শাখার মাধ্যমে এঅঞ্চলের মানুষ স্বল্প খরচে উন্নত সেবা পাবেন। এ অঞ্চলের মানুষের চিকিৎসার জন্য যেন ঢাকামুখি বা বিদেশ মুখি হতে না হয় তার জন্য ইবনে সিনা ট্রাস্টের উদ্যোগে সকল সুযোগ সুবিধা সম্বলিত হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টার নোয়াখালীতে প্রতিষ্ঠিত হয়েছে।
স্বাগত বক্তব্যে ইবনে সিনা ট্রাস্টের সদস্য প্রশাসন প্রফেসর ড. এ.কে.এম সদরুল ইসলাম বলেন, দেশের ক্রমবর্ধমান জনগণের স্বাস্থ্যসেবার চাহিদা পূরণে ইবনে সিনা ট্রাস্ট ঢাকা ও ঢাকার বাইরে নতুন নতুন সেবাকেন্দ্র চালু করছে। এ শাখা সবচেয়ে বড় একটি শাখা।
তিনি বলেন, অন্যান্য শাখার মতই এ শাখা থেকেও রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের কনসালটেশন সুবিধা এবং তুলনামূলক কমখরচে সবধরনের ডায়াগনোস্টিক পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাবেন।
এ সময় তিনি সেবা কার্যক্রম চালু উপলক্ষে ১৬ নভেম্বর থেকে ডিসেম্বর-২৪ মাসব্যাপী ইবনে সিনা নোয়াখালী শাখায় রোগীদের জন্য ব্রেইন এমআরআই মাত্র ৪০০০ টাকা এবং সিটি স্ক্যান ২০০০ টাকায় করার সুবিধাসহ অন্যান্য সকল পরীক্ষা-নিরীক্ষায় ৩৫% ডিসকাউন্ট পাবে বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সরকারি তুহিন ফারাবী, ইবনে সিনা হাসপাতাল ধানমন্ডির ডিরেক্টর মেডিকেল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা: শহীদুল গনি, হাসপাতালের ডিরেক্টর এডমিন মো: আনিসুজ্জামান, জি এম মাসুদ, মোঃ জাহিদুর রহমান ও মোঃ নিয়াজ মাখদুম শিবলী এবং ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস পিএলসির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও ট্রাস্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, ঢাকা ও নোয়াখালীর খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসক, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী শ্রেনির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হিল্লোল শিল্পী গোষ্ঠীর শিল্পীরা ইসলামি সংগীত পরিবেশন করেন।
পরে দুপুর সাড়ে ১২টায় মাইজদী জেনারেল হাসপাতাল রোডে ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার প্রাঙ্গণে ফিতা কেটে ইবনে সিনা নোয়াখালী শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি দি ইবনে সিনা ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের আবদুজ জাহের।
শেষে দোয়া মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়।