• শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কাদের মির্জার নিপীড়নের শিকার বিএনপি-জামায়াত-আওয়ামী লীগও জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকা বিষয়ক সেমিনার ডিজেল জেনারেটর নাকি গ্যাসোলিন জেনারেটর কোনটি ব্যবহার করা উচিৎ নোয়াখালী বিএডিসিতে তথ্য চাইতে গেলে দুই সাংবাদিকের উপর হামলা গণপূর্ত বিভাগের বন্দোবস্তের পাঁচগুণ জায়গা অবৈধভাবে দখল নোয়াখালীতে ভুল চিকিৎসায় নবজাতকসহ প্রসূতির মৃত্যুর অভিযোগ নোয়াখালীতে  প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন  ১০ম গ্রেড সহকারীদের শুধু দাবী নয় এটা তাদের নূন্যতম অধিকার নোয়াখালীতে স্ত্রীকে জবাই করে হত্যা,স্বামী আটক টানা বৃষ্টিতে নোয়াখালীতে আবার বন্যার আশঙ্কা

নোয়াখালী পৌরসভার ৪৩৮ ইমাম-মুয়াজ্জিন পেলেন ঈদ সেলামি

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

নোয়াখালী:
নোয়াখালী পৌরসভার ৪৩৮ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও এতিমখানা মাদরাসার শিক্ষকদের ব্যক্তিগত তহবিল থেকে ঈদ সেলামি দিয়েছেন নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল। এছাড়া ১৬টি এতিমখানার শিশুদের জন্য ৩০ কেজি করে চাল বিতরণ করেন তিনি।

সোমবার (১৭ এপ্রিল) সকালে পৌরসভার বীর মুক্তিযোদ্ধা রবিউল হোসেন কচি মিলনায়তনে ১৩০টি মসজিদের ইমাম-মুয়াজ্জিন, খাদেম এবং ১৬টি এতিমখানার শিক্ষকদের এসব ঈদ সেলামি প্রদান করা হয়।
মেয়রের কাছ থেকে ঈদ সেলামি পেয়ে আনন্দিত ইমাম-মুয়াজ্জিনরা। এরপর দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সদর উপজেলা পরিষদের ইমাম মুফতি গিয়াস উদ্দিন বলেন, আজকে পৌরসভার সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খাদেমরা মেয়র মহোদয়ের ডাকে এসেছি। তিনি আমাদেরকে ঈদ সেলামি দিয়েছেন। এটা আমাদের জন্য আনন্দের বিষয়। উনি আমাদেরকে সম্মানিত করেছেন। উনাকে ধন্যবাদ।

আবদুর রহমান নামের এক এতিমখানার শিক্ষক বলেন, আমাদের এতিম শিশুদের জন্য মেয়র সাহেব চাল দিয়েছেন। এছাড়া আমাদেরকে ঈদ সেলামি দিয়েছেন। আমরা আনন্দিত। আল্লাহর দরবারে মেয়রের জন্য দোয়া করি।

এ বিষয়ে মেয়র সহিদ উল্যাহ খান সোহেল বলেন, সারা বিশ্ব আজ এক সংকটের মধ্যে রয়েছে। আমাদের দেশও এই সংকটের মধ্যে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদর্শিতার মাধ্যমে সংকট মোকাবিলা করছেন। আমাদের সমাজের জন্য ঈমামদের অনেক ভূমিকা রয়েছে। শান্তির সমাজে যেন কেউ গুজব না ছড়াতে পারে সেদিকে আপনারা খেয়াল রাখবেন।

তিনি আরও বলেন, আজকে ঈদ সেলামি হিসেবে ৩ লাখ টাকা এবং এতিমখানার জন্য ৩ টন চাল দিয়েছি। এমন সহযোগিতা অব্যাহত থাকবে। সব সময় আমি আপনাদের পাশে আছি।
এ সময় প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল, পৌরসভার সচিব শ্যামল দত্ত, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
No comments to show.