• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে: মো. শাহজাহান ফ্যাসিস্ট শক্তিকে প্রতিহত করতে হবে: জামায়াত নেতা ইয়াছিন আরাফাত নোবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত পাসপোর্টে হয়রানি বন্ধ ও জনগনের সাথে সুসম্পর্ক উন্নয়নে বিদায়ী জেলা পুলিশের ডিআইও-১ এর প্রশংসনীয় উদ্যোগ! নোয়াখালীতে “দ্যা হান্ড্রেড বল ক্রিকেট টুর্নামেন্ট” এর শুভ উদ্বোধন সুধারামে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে- কামরুল ইসলাম ব্যবসায়ীদের আর্তনাদ কবিরহাটে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ)’র  সাধারণ সভা জেলা প্রশাসকের কাছে ৪ শত কম্বল হস্তান্তর করলো ‘আশা’ সোনাপুর পৌর বাসস্ট্যান্ডটি যেভাবে মার্কেটে পরিণত হচ্ছে

নোয়াখালীতে এনআরডিএস এর উদ্যোগে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি প্রদান

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

বেসরকারি উন্নয়ন সংস্থা এনআরডিএস এর উদ্যোগে ১ মার্চ বুধবার নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে অধ্যায়নরত পাঁচ জন শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

এনআরডিএস’র নির্বাহী পরিচালক আবদুল আউয়াল এর সভাপতিত্বে বঙ্গবন্ধু শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফরিদা খানম সাকি এমপি এবং বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মাহবুবুর রহমান বেলায়েত।

আবদুল আউয়াল জানান, এনআরডিএস এর বিভিন্ন উন্নয়ন কর্মসূচীর মধ্যে শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেয়া হয়ে থাকে। সংস্থা থেকে বর্তমানে চার ধরণের শিক্ষা বৃত্তি প্রদান করা হয়ে থাকে। যথা- মাধ্যমিক শিক্ষা বৃত্তি, মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী নারী শিক্ষার্থীর জন্য বৃত্তি, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী নারী শিক্ষার্থীর জন্য উচ্চমাধ্যমিক শিক্ষা বৃত্তি এবং বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি।
বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তির আওতায় স্নাতক পর্যায়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের প্রত্যেককে জুলাই ২০২২ থেকে ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত মাসে ৩০০০ টাকা হারে মোট ২৪ হাজার টাকার চেক প্রদান করা হয়। তিনি জানান স্নাতক কোর্স সম্পন্ন হওয়া পর্যন্ত এ সকল শিক্ষার্থীদের প্রতি মাসে ৩০০০ টাকা হারে বৃত্তি প্রদান করা হবে।
প্রধান অতিথি দেওয়ান মাহবুবুর রহমান তাঁর ব্ক্তব্যে বঙ্গবন্ধুর নামে এরকম একটি মহৎ উদ্যোগ গ্রহণ করায় এনআরডিএস কে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “এ বৃত্তি নিঃসন্দেহে তোমাদের লেখাপড়া চালিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে।” তিনি শিক্ষার্থীদের বঙ্গবন্ধু সম্পর্কে জানতে এবং বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে মানুষের মতো মানুষ হয়ে ভবিষ্যত দেশের সেবা করার এবং নেতৃত্ব দেয়ার উপযোগী করে নিজেদের তৈরি করতে পরামর্শ প্রদান করেন।

বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বেলায়েত, বৃত্তি প্রার্থীদের প্রত্যেকে বঙ্গবন্ধুর জীবন ও আত্মত্যাগ সম্পর্কে জানতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি পড়তে বলেন।
বীর মুক্তি যৌদ্ধা ফরিদা খানম সাকী এমপি বলেন, এ বৃত্তি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা সম্পন্ন করার স্বপ্ন পূরণে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি প্রত্যেককে দেশ গড়ার কারিগর হওয়ার উপযোগী করে নিজেদের গড়ে তোলার পরামর্শ প্রদান করেন।

বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন নূরে মাওয়া সাবিহা, পরিসংখ্যান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; শামছুন নাহার লিজা, আইন অনুষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; পৃথা দাস, রসায়ন, নোয়াখালী সরকারি কলেজ; আনজানা সিদ্দিকা, বিবিএস, নোয়াখালী সরকারি কলেজ এবং রাইয়ানুল ইসলাম, বিবিএস, নোয়াখালী সরকারি কলেজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
No comments to show.