• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে: মো. শাহজাহান ফ্যাসিস্ট শক্তিকে প্রতিহত করতে হবে: জামায়াত নেতা ইয়াছিন আরাফাত নোবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত পাসপোর্টে হয়রানি বন্ধ ও জনগনের সাথে সুসম্পর্ক উন্নয়নে বিদায়ী জেলা পুলিশের ডিআইও-১ এর প্রশংসনীয় উদ্যোগ! নোয়াখালীতে “দ্যা হান্ড্রেড বল ক্রিকেট টুর্নামেন্ট” এর শুভ উদ্বোধন সুধারামে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে- কামরুল ইসলাম ব্যবসায়ীদের আর্তনাদ কবিরহাটে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ)’র  সাধারণ সভা জেলা প্রশাসকের কাছে ৪ শত কম্বল হস্তান্তর করলো ‘আশা’ সোনাপুর পৌর বাসস্ট্যান্ডটি যেভাবে মার্কেটে পরিণত হচ্ছে

কিশোর গ্যাং সদস্যরা পেটালেন মুক্তিযোদ্ধাকে

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩

জেলা প্রতিনিধি>

সেই কিশোর গ্যাং সদস্যরা এবার পেটালেন মুক্তিযোদ্ধাকে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে এবার কিশোর গ্যাংয়ের সদস্যদের হামলায় বীর মুক্তিযোদ্ধাসহ আহত হয়েছে ৩ জন।

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টায় কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেইন গেইটের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন— বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার (৬৮), গোলাম মেহেদী সাকিব(১৮) ও ওমর ফারুক সানি (২৫)।

মারধরের শিকার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার অভিযোগ করেন, রোববার রাত পৌনে ৮ টার দিকে তিনি নামাজ পড়ে বাড়ি ফেরার পথে স্থানীয় লোকজন তাকে জানায়, বাদশা নামে এক ছেলে ও তার সাঙ্গপাঙ্গরা আমার নাতি বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকিবকে মারধর করতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান করছে। এমন খবর শুনে তিনি বাদশাকে লোহার রড ও হাতুড়িসহ আটক করে একটি থাপ্পড় দেন। একই সময় সেখানে আসে কিশোর গ্যাং লিডার মো. মোহন (১৮) ও জয়সহ ১০-১৫ জন।

আব্দুস সাত্তারের অভিযোগ, একপর্যায়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে বাদশাকে থাপ্পড় দেওয়ার কারণ জানতে চেয়ে তার ওপর হামলা চালায়। আমাকে ফেলে দিয়ে মারধর করে। এ ঘটনায় তার নাতিসহ আরও দুইজন আহত হয়। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। সেখানকার পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। এ ঘটনায় কেউ এখনো কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, গত ৫ ফেব্রুয়ারি (রোববার) বিকেলে কোম্পানীগঞ্জ থানায় সালিশি বৈঠক শেষে দু’পক্ষ থানা থেকে বের হলে এক পক্ষের ওপর কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটে। মারামারির সময় ছবি তুলতে গিয়ে কিশোরগ্যাং নেতা মোহন ও জয়ের নেতৃত্বে হামলার শিকার হন দৈনিক আমাদের সময়ের কোম্পানীগঞ্জ প্রতিনিধি নুর উদ্দিন মুরাদসহ ৫ জন। একই সময় কিশোর গ্যাং সদস্যরা থানার সামনে গাড়ি ভাঙচুর ও পার্শ্ববর্তী সিদ্দিক টাওয়ারে হামলা ও ভাঙচুর করে। সে ঘটনায় সাংবাদিক নুর উদ্দিন মুরাদ কোম্পানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করলেও এখনো কাউকে আটক করেনি পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
No comments to show.