নোয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের নিরঙ্কুশ বিজয় হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আইনজীবী সমিতি ভবনে এ ভোট গ্রহণ চলে। একই দিন গভীর রাতে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন তবে সহ সভাপতি পদে পূণ ভোট গননা করা হয় শনিবার।
এতে ১৫টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক ট্রেজারার সহ ১০টি পদে বিএনপি জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল নিরুঙ্কুশ জয় লাভ করেন।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলে বিজয়ী হয়েছেন সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সেক্রেটারী এডভোকেট আবদুল্লাহ মো.তাহের, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট সামছু উদ্দিন, সহ সভাপতি এডভোকেট আলী হোসেন, যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, সহকারী সম্পাদক আবদুল কাইয়ুম দিদার, কোষাধ্যক্ষ এডভোকেট তাকরির হোসাইন, গ্রন্থাগার রহিম উল্লাহ, সদস্য বোরহান উদ্দিন, মাহমুদুর রশিদ শাহ নেয়াজ। অন্য দিকে আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেলে আপ্যায়ন সম্পাদক, ক্রীড়া সম্পাদক ও তিন জন সদস্য পদে জয়লাভ করেন।
নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট এ জেড.এম ফারুক । ৫৮৮ জন ভোটারের মধ্যে ৫৬২ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেন।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের সার্বক্ষণিক মনিটরিং করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট বি ইউ এম কামরুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট খুরশিদ আলম, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আবদুল মান্নান ভুঁইয়া সহ আরও অনেকে।
« পূর্ববর্তী সংবাদ