গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, কর্তব্যনিষ্ঠা, সততা ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পুলিশের সর্বোচ্চ রাষ্ট্রপতি পুলিশ পদকে (পিপিএম-সেবায়) ভূষিত করা হয়েছে। নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এর আগে ২০১৮ সালে পিপিএম পদক পেয়েছেন।২৫ তম ব্যাচের বিসিএস ক্যাডার মো. শহীদুল ইসলাম ২০২১ সালের ১ আগস্ট তিনি নোয়াখালীর পুলিশ সুপার পদে যোগদান করেন। শহীদুল ইসলামের বাড়ি রংপুর জেলার সদর উপজেলায়। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে ২০০১ সালে স্নাতক ও ২০০৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি শেষে ২৫তম বিসিএসের (পুলিশ ক্যাডারে) পর ২০০৬ সালে পুলিশ বিভাগে যোগদান করেন।
এ বিষয়ে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, আমাকে এই অর্জন সামনের দিনগুলোতে মানুষের সেবায় আরও বেশি অনুপ্রাণিত করবে। দেশের প্রয়োজনে মানুষের নিরাপত্তায় আমরা কাজ করি আমাদের দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি এজন্য সবার সহযোগিতা চাই।দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এই পদকে ব্যাচ পরিয়ে দিয়েছেন এটা আমার জন্য অনেক কৃতিত্ব।এছাড়াও তিনি সহকর্মী, জেলার সাধারণ মানুষ ও সাংবাদিক মহলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।