নোয়াখালী প্রতিনিধি>
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) কার্যালয়, সড়ক পরিবহন শ্রমিক এসোসিয়েশনের অফিস ও উপজেলা ভূমি অফিসে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রোববার (৪ আগস্ট) বিকেল ও সন্ধ্যার দিকে অগ্নিসংযোগ ও ভাংচুরের এসব ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মো.নাজমুল হাসান রাজিব, সড়ক পরিবহন শ্রমিক অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ সোহেল ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান রাজু ও বেগমগঞ্জ উপজেলা কমিশনার (ভূমি) সৈয়দ মুরাদ ইসলাম।
কয়েক প্রত্যক্ষদর্শী জানায়, রোববার বিকেল ৫টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমর্থনকারীদের একটি দল অতর্কিতভাবে বেগমগঞ্জ উপজেলা (ভূমি) কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। পরে তারা সেখানে অগ্নিসংযোগ করে অফিসে থাকা ল্যাপটপ ও ডেস্কটপ লুট করে নিয়ে যায়। এরপর সন্ধ্যার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমর্থনকারীদের আরেকটি দল নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) কার্যাললে হামলা চালায়। এরপর তারাও সেখানে ভাংচুর করে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। এর আগেই আন্দোলনকারীরা সরে যান।
বেগমগঞ্জ উপজেলা কমিশনার (ভূমি) সৈয়দ মুরাদ ইসলাম বলেন, আমি শুনেছি কার্যালয়ে আগুন দিয়ে ল্যাপটপ ও ডেস্কটপ গুলো নিয়ে গেছে। পরে আগুন নিভিয়ে ফেলা হয়।
এদিকে নোয়াখালীর মাইজদীর নতুন বাসস্ট্যান্ডে অবস্থিত বৃহত্তম নোয়াখালী শ্রমিক অধিকার ফেডারেশন ও সড়ক পরিবহন শ্রমিক এসোসিয়েশনের নোয়াখালীর অফিস দুর্বৃত্তরা ভাঙচুর ও লুট করেছে মর্মে অভিযোগ করেন সংগঠনের সভাপতি মোঃ সোহেল ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান রাজু। তারা জানান আমাদের অফিসের স্টাফরা কিছু বুঝে ওঠার আগেই একদল দুর্বৃত্ত আমাদের অফিসে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় অফিসে থাকার একাধিক ল্যাপটপ,ডেক্সটপ,নগদ অর্থসহ কিছু মালা মাল লুট করে অফিসের অবশিষ্ট আরবাবপত্র গুলোকে ভেঙ্গে চুরে অফিসকে তছনছ করে দিয়ে যায়। কে বা কারা করেছে আমরা খোঁজখবর নেয়ার চেষ্টা করছি, তাদের পরিচয় সনাক্ত করতে পারলে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব ।
জানতে চাইলে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মো.নাজমুল হাসান রাজিব অগ্নিসংযোগ করার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল থেকে তারা দিন দফা থানায় আক্রমণ করে। পরবর্তীতে সার্কেল অফিসে গিয়ে তারা কাগজ পত্রে অগ্নিসংযোগ করে।