• শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
কাদের মির্জার নিপীড়নের শিকার বিএনপি-জামায়াত-আওয়ামী লীগও জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকা বিষয়ক সেমিনার ডিজেল জেনারেটর নাকি গ্যাসোলিন জেনারেটর কোনটি ব্যবহার করা উচিৎ নোয়াখালী বিএডিসিতে তথ্য চাইতে গেলে দুই সাংবাদিকের উপর হামলা গণপূর্ত বিভাগের বন্দোবস্তের পাঁচগুণ জায়গা অবৈধভাবে দখল নোয়াখালীতে ভুল চিকিৎসায় নবজাতকসহ প্রসূতির মৃত্যুর অভিযোগ নোয়াখালীতে  প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন  ১০ম গ্রেড সহকারীদের শুধু দাবী নয় এটা তাদের নূন্যতম অধিকার নোয়াখালীতে স্ত্রীকে জবাই করে হত্যা,স্বামী আটক টানা বৃষ্টিতে নোয়াখালীতে আবার বন্যার আশঙ্কা

বিধবা দুই নারীকে লাখপতি বানিয়ে দিল সৈয়দ হারুন ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২২ জুন, ২০২৪

হামিদ রনি>

বিভিন্ন সহযোগিতার পাশাপাশি এলাকায় ঈদ উপহার সামগ্রী বিতরণের সময় প্যাকেটে একটি করে টোকেন দেওয়া হয়। সেই টোকেনের একটি অংশ থাকে বিতরণকারীদের কাছে। সেসব অংশগুলো নিয়ে ঈদের পরদিন ফাউন্ডেশনের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে লটারি অনুষ্ঠিত হয়। লটারির মাধ্যমে ২ জনকে সিলেক্ট করে তাদেরকে এক লক্ষ টাকা করে দুই লক্ষ টাকা দেওয়া হয়।

এভাবেই বিভিন্ন রকম সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে সমাজের হতদরিদ্র অসহায় মানুষদের স্বাবলম্বী করার লক্ষ্যে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সৈয়দ হারুন ফাউন্ডেশন। অন্যান্য সংগঠন থেকে ব্যতিক্রমধর্মী ধরনের কার্যক্রমের মাধ্যমে ইতিমধ্যে ব্যাপক প্রশংসিত নোয়াখালী সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের সৈয়দ হারুন ফাউন্ডেশন।

ঈদের পরদিন এমন কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি। সংগঠনের আহবায়ক মোঃ ইসহাক এর সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য সচিব রমজান আলী মাসুম এর সঞ্চালনা এসময় উপস্থিত ছিলেন সৈয়দ হারুন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন, ৫নং অর্জুনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপন, ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, টপ স্টার গ্রুপের পরিচালক মোঃ শাহাদাত হোসেন মিন্টু, সৈয়দ হারুনের জামাতা ব্যাংকার স্মৃতি স্মরণ্য, বিশিষ্ট সমাজসেবক ও দলিল আবু ইউছুপ মজুমদার, বিশিষ্ট সমাজসেবক নিজাম উদ্দিন চৌধুরী।

এসময় আরো উপস্থিত ছিলেন, সৈয়দ হারুন এর সহধর্মিণী সৈয়দা শেলী, সৈয়দ হারুনের বড় মেয়ে সৈয়দা শারমিন আক্তার, ছোট মেয়ে সৈয়দা তনিমা তাসনিম, সংগঠনের ওয়ার্ড প্রতিনিধি সদস্যগণ ও লাখপতি প্রজেক্টের স্বপ্নদ্রষ্টা সৈয়দ হারুনের ছেলে সৈয়দ রাহাত।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লায়ন সৈয়দ হারুন স্বপ্ন দেখতেন, নিজের সফলতার পাশাপাশি এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করা। সে লক্ষ্যে তিনি সমাজের হতদরিদ্র পরিবারের সন্তানদের জন্য গড়ে তুলেছেন বিনামূল্যে শিক্ষা কার্যক্রম, বিভিন্ন বিশেষ দিন ও কর্মসূচিকে কেন্দ্র করে করে যাচ্ছেন নানান ধরনের সহযোগিতা। তারই অংশ হিসেবে তিনি গত কয়েক বছর আগে শুরু করেন লাখপতি প্রজেক্ট। এর মাধ্যমে তিনি প্রতি ঈদে একজন ব্যক্তিকে এক লক্ষ টাকা দিয়ে তাকে স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। পরবর্তীতে আর-ও একজন করে বাড়িয়ে তা দু’জনে নিয়ে আসা হয়। এর আগে সেনবাগ উপজেলার অর্জুনাতলা ইউনিয়নের প্রথম লাখপতি নির্বাচিত হয় হতদরিদ্র রকি উল্লাহ, দ্বিতীয় লাখপতি আব্দুল হক স্বপন এবং তৃতীয় লাখপতি নির্বাচিত হয়েছিলেন জোছনা বেগম।

সে কর্মসূচির আওতায় এবার সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের ইদিলপুর গ্রামের বিধবা মনি বেগম কে ৪র্থ লাখপতি ও ৫ম লাখপতি হিসেবে ছিলোনিয়া গ্রামের বিধবা তাসলিমা বেগম কে লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়। এই টাকা দিয়ে স্বাবলম্বী করে তোলা হবে এ দুটি পরিবারকে। আর তা তদারকির দায়িত্বে থাকবে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সদস্যরা। লটারির মাধ্যমে নির্বাচিত হওয়ার পরে ভাগ্যবান সেই ব্যক্তিদের তাদের বাড়ি থেকে সৈয়দ হারুনের নিজস্ব গাড়ি করে স-সম্মানে সৈয়দ মঞ্জিলে নিয়ে আসা হয় এবং অনুষ্ঠানের প্রধান অতিথি করা হয় তাদেরকে।

যাদের নুন আনতে পান্তা ফুরায় এমন মানুষেরা হঠাৎ লাখ টাকা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। যা তারা কখনো কল্পনাও করতে পারেননি। এসময় তারা সৈয়দ হারুন ফাউন্ডেশনের এমন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

আর তার এসব কাজে নিজের পাশাপাশি সন্তানদেরও সম্পৃক্ত করছেন ক্রমান্বয়ে। এভাবেই তার ব্যবসা ও সম্পদের একটি অংশ ব্যয় করেন অসহায় হতদরিদ্র এসব মানুষদের স্বাবলম্বী করে তুলতে।

এ কার্যক্রম কে সুন্দরভাবে পরিচালনার জন্য প্রতি এক বছর পর পর ফাউন্ডেশনের কার্যকরী কমিটির আহবায়ক ও সদস্য সচিব নির্বাচিত করা হয়। সেই সাথে বিগত সময়ের দায়িত্ব পালনকারীদেরও বিদায় জানানো হয় সম্মানের সাথে। এবার সৈয়দ হারুন ফাউন্ডেশনের নতুন কমিটির আহবায়ক নির্বাচিত হয়েছেন মোঃ জাবের এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন কাউছার আহম্মেদ।

এছাড়াও লায়ন সৈয়দ হারুনের ব্যতিক্রমধর্মী চিন্তা চেতনায় অনুকরণযোগ্য বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে “ইচ্ছে পূরণ” নামে নতুন একটি সহায়তা প্রকল্প চালু করা হয়। এর অধীনে কয়েকটি পরিবারের মানুষদেরকে তাঁদের স্বপ্নের বাজার করার সুযোগ করে দিয়েছেন তিনি। যা নিয়মিত চলমান থাকবে বলে জানিয়েছেন সৈয়দ হারুন। এই প্রকল্পের মাধ্যমে মূলত সমাজের অসহায় হতদরিদ্র নিম্নবিত্ত মানুষদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচন করে ৪ পরিবারকে তাঁদের নিজেদের ইচ্ছেমতো বাজার করার সুযোগ করে দিয়েছেন। এতে করে অসহায় পরিবারের কর্তা ব্যক্তি যে সমস্ত পণ্য ক্রয়ের কথা কোনদিনও ভাবেননি, সেসব খাদ্যসামগ্রী কিনে দেওয়া হয়েছে। বাজারের সবচেয়ে বড় মাছ, সবচেয়ে বড় মুরগি বা বাজারের সবচেয়ে বড় পছন্দের জিনিসটা কেনার সুযোগ করে দেওয়া সহ তার ইচ্ছে পূরণ করা হয়। সৈয়দ হারুন ফাউন্ডেশন এই সুযোগ করে দেওয়ায় খুশিতে আত্মহারা এই হতদরিদ্র মানুষ গুলো।

ব্যতিক্রমী এমন আয়োজন সম্পর্কে জানতে চাইলে সৈয়দ হারুন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মোঃ সৈয়দ হারুন বলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সফলতা দান করেছেন এবং যথেষ্ট পরিমাণ সম্পদ দিয়েছেন। আমি সব সময় চেষ্টা করতাম অসহায় মানুষের পাশে থাকতে। গতানুগতিক কাজের চেয়ে ব্যতিক্রম কাজ করতে আমি বেশি পছন্দ করতাম। সেই লক্ষে একটি ফাউন্ডেশন করে তার মাধ্যমে এই কার্যক্রমগুলো করে যাচ্ছি। এভাবেই একদিন সমাজটাকে বদলে যাবে বলে বিশ্বাস করেন সৈয়দ হারুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
No comments to show.