• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে: মো. শাহজাহান ফ্যাসিস্ট শক্তিকে প্রতিহত করতে হবে: জামায়াত নেতা ইয়াছিন আরাফাত নোবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত পাসপোর্টে হয়রানি বন্ধ ও জনগনের সাথে সুসম্পর্ক উন্নয়নে বিদায়ী জেলা পুলিশের ডিআইও-১ এর প্রশংসনীয় উদ্যোগ! নোয়াখালীতে “দ্যা হান্ড্রেড বল ক্রিকেট টুর্নামেন্ট” এর শুভ উদ্বোধন সুধারামে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে- কামরুল ইসলাম ব্যবসায়ীদের আর্তনাদ কবিরহাটে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ)’র  সাধারণ সভা জেলা প্রশাসকের কাছে ৪ শত কম্বল হস্তান্তর করলো ‘আশা’ সোনাপুর পৌর বাসস্ট্যান্ডটি যেভাবে মার্কেটে পরিণত হচ্ছে

নোয়াখালীতে অগ্রণী ব্যাংকের উদ্যেগে দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

নোয়াখালী:

নোয়াখালী জেলায় সিএমএসএমই উদ্যেগসমূহে অর্থায়ন বৃদ্ধির লক্ষ্যে অগ্রণী ব্যাংক পিএলসির উদ্যেগে সিএমএসএমই ক্লাস্টার চিহ্নিত করণের পাশাপাশি ব্যাংকের সম্পৃক্তা বৃদ্ধি এবং ক্লাস্টার অর্থায়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয় ।
বুধবার ৬ ডিসেম্বর  জেলার মাইজদী গ্রীণ হল অডিটোরিয়ামে । পবিত্র কুরআন ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানে আগত অতিথি বৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন জেলার বিভিন্ন ব্যাংক কর্মকর্তারা। অগ্রণী ব্যাংকের মহাব্যবস্হাপক সুধীর রঞ্জন বিশ্বাস (কুমিল্লা অঞ্চল) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবিএম জহুরুল হুদা ( চট্টগ্রাম বিভাগ)।অগ্রণী ব্যাংকের সিএসপিও মঞ্জুরুল করীম মাসুদের সঞ্চালনায় ও সহঃ মহাব্যবস্হাপক সাইফুদ্দিন আহমেদের সার্বিক তত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসির মহাব্যবস্হাপক মোঃ শাহাজান,জনতা ব্যাংক পিএলসির মহাব্যবস্হাপক মোঃ আফতাবুজ্জামান।
এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসমূহের শাখা ব্যবস্হাপকগণ,বিভিন্ন ব্যাংকের মনোনীত নারী উদ্যেগক্তা,শহরের বিশিষ্ট ব্যবসায়ী নেতৃত্ব ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রশিক্ষণ ও কর্মশালায় জেলার মোট ৪০টি ব্যাংক এবং ৮টি আর্থিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি সাংবাদিকদের সাথে এক মতবিনিময়ে জানান,সিএমএসএমই সেক্টরকে উন্নত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন আর্থিক সহায়তার পাশাপাশি টেকনিক্যাল সাপোর্ট অব্যাহত রাখবে।তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য হচ্ছে সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশেষ করে নারী উদ্যেগক্তা খুঁজে বের করা। এবং তাদের প্রশিক্ষণ দিয়ে সহজ শর্তে অর্থায়ন করা।পরিবর্তনশীল অর্থনীতির যুগে চাহিদা সম্পন্ন খাতকে চিহ্নিত করে অগ্রাধিকার দিয়ে দেশের গড় জিডিপি বাড়ানোর লক্ষ্যে আমরা কাজ করছি।
তিনি আরো বলেন ,কৃষি নির্ভর অর্থনীতিকে একটি শক্তিশালী ভিত্তি দিতে আমরা এখাতে আরো বিনিয়োগের লক্ষ্য মাত্রা নির্ধারন করেছি।যাতে অদূর ভবিষ্যতে খাদ্য ঘাটতি মোকাবেলা করা যায়।
এ প্রতিবেদকের অপর এক প্রশ্নে জবাবে তিনি বলেন,আগে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক০.২ শতাংশ দামে ডলার বিক্রি করতো। কিন্তু সম্প্রতি তারা ডলারের দামে ৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।ডলারের সংকট কাটানোর পাশাপাশি ভারত,চীন, রাশিয়াসহ মোট ৩২টি দেশের সাথে স্হানীয় মুদ্রায় লেনদেন শুরু করেছে বাংলাদেশ।এসময় এ জেলার সম্ভবনাময় বিভিন্ন খাত নিয়েও তিনি আলাপ করেন।পরে উপস্থিত উদ্যেগক্তাদের উপহার প্রধানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভার সভাপতি সুধীর রঞ্জন বিশ্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
No comments to show.