নোয়াখালী প্রতিনিধি>
নোয়াখালী সদর উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকায় গৃহপালিত পশু গরু চুরির ঘটনা বেড়েছে। সংঘবদ্ধ চোরেরদল প্রায় কোন না-কোনো এলাকায় গরু চুরি করছে। সদর উপজেলার নোয়াখালী ইউনিয়ন থেকে ৪টি গরু চুরি হয়েছে। গরুচোর চক্রের অপতৎপরতায় গৃহস্থদের মধ্যে চুরির আতঙ্ক দেখা দিয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৪টার দিকে উপজেলার পশ্চিম চর উরিয়া গ্রামের ইদ্রিস সারেং বাড়িতে এই গরু চুরির ঘটনা ঘটে।
চুরি হওয়া গরুর মালিক মো.স্বপন ও সাহাব উদ্দিন বলেন, আমাদের বাড়ির উঠানের ওপর নির্মিত গোয়াল ঘরে প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যার পর আমাদের পালিত ৪টি গরু (গাভী একটি, বকনা ২টি ও বাছুর ১টি) রেখে আমরা ঘুমিয়ে পড়ি। রাত সাড়ে ৩টার দিকে গরুগুলো মশার কামড়ে লাফালাফি করার আওয়াজ পেয়ে গরুর ঘরে মশার কয়েল দিয়ে আসি। পরবর্তীতে বুধবার ভোরবেলায় ওঠে দেখি গোলাল ঘরে গরুগুলো নাই, কে বা কাহারা চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া গরুগুলোর বর্তমান বাজার মূল্য প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা হবে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি গরু চুরির ঘটনা নিশ্চিত করে বলেন, চরউরিয়ায় গরু চুরির সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে থানায় অভিযোগ এসেছে। পুলিশের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে। পূর্বের গরু চুরির কিছু সংবাদ পেয়েছি এবং দু-একটি মামলাও হয়েছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।