রোববার ভোর থেকে জেলার বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, হরতালকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক কাজ করলেও প্রধান সড়কসহ বেশির ভাগ সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ভোর থেকে সড়কে যান চলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সড়কগুলোতে যান চলাচল বাড়ছে। বিভিন্ন সড়কে পুলিশের উপস্থিতি ও টহল লক্ষ করা গেছে। হরতালকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সকল ধরনের নাশকতা রুখতে জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রধান সড়কসহ বিভিন্ন সড়কে পুলিশের টহল অব্যাহত রয়েছে।
এদিকে গতকাল শনিবার বিএনপির সমাবেশ থেকে রোববার সারা দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতালের সমর্থনে রাত ৯টার দিকে বেগমগঞ্জে মিছিল বের করে বিএনপির নেতা-কর্মীরা। এ সময় হরতাল সমর্থনকারীরা দুটি সিএনজি ভাঙচুর করে। খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায়, এ সময় ঘটনাস্থল থেকে ১৭ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করা হয়েছে। শনিবার সন্ধ্যা ও রাতে আওয়ামী লীগের পক্ষ থেকে হরতাল বিরোধী মিছিল হয়েছে কবিরহাট, কোম্পানীগঞ্জসহ জেলার বিভিন্ন উপজেলায়।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, ‘শনিবার রাতে মিছিল থেকে গাড়ি ভাঙচুরের সময় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিচারিক আদালতে পাঠানো হয়েছে।’
সেনবাগ থানা-পুলিশ বলছে, শনিবার দিবাগত রাতে ফেনী থেকে বালুবাহী একটি ট্রাক চৌমুহনী বাজারের উদ্দেশে ছেড়ে আসে। ট্রাকটি সেনবাগের সেবারহাট পশ্চিম বাজারে পৌঁছালে সেটির গতিরোধ করে তাতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে গাড়িটি পুরোপুরি পুড়ে গেলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সেনবাগ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারিসহ ১৪ জনকে আটক করা হয়েছে।
সেনবাগ থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, ‘গভীর রাতে রাস্তায় ব্যারিকেড দিয়ে দুর্বৃত্তরা সেবারহাট বাজারে একটি বালুবাহী ট্রাকে আগুন দিয়েছিল। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
জেলা পুলিশের বিশেষ শাখার তথ্যমতে, শনিবার বিকেল থেকে রোববার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে সদর থানায় ৭ জন, হাতিয়ায় ১, কোম্পানীগঞ্জে ৬, বেগমগঞ্জ ১৭, সেনবাগ ১৪, চাটখিল ৪, সোনাইমুড়ী ২১, চরজব্বার থানায় ৬ ও গোয়েন্দা পুলিশ ৮ জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন নাশকতার মামলা রয়েছে এবং বাকিদের নাশকতার চেষ্টা ও পরিকল্পনা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম সেলিম বলেন, ‘বিএনপি জামায়াতের অবৈধ হরতালের বিরুদ্ধে জেলার প্রতিটি উপজেলায় বিক্ষোভ ও শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ। তাদের নৈরাজ্য রোধে আমাদের দলের নেতা-কর্মীরা প্রস্তুত রয়েছে।’