জুয়েল রানা লিটন :
নোয়াখালী-ঢাকা রুটের মাইজদী ষ্টেশনে একটি গাছের কারণে নির্ধারিত সময়ের চেয়ে ৭ ঘণ্টা ৪০ মিনিট দেরিতে ছেড়েছে উপকুল ট্রেন।
জানা যায়, মঙ্গলবার, ৮আগস্ট নোয়াখালীর সোনাপুর থেকে উপকুল ট্রেনটি ঢাকা অভিমুখে সকাল ৬ টায় ছাড়ার কথা। কিন্তু মাইজদী ষ্টেশনের যাত্রী ছাউনীর একটু উত্তর পাশে রেললাইনের ওপর বড় ধরনের একটি কড়ই গাছ উপড়ে পড়ে।
এ খবর জানার পর রেল কর্তৃপক্ষ ও স্থানীয়দের অংশগ্রহণে গাছটি সরানোর উদ্য্যোগ নেয়া হয়। এতে বেশ কিছু সময় অতিবাহিত হয়। যাতে ৭ ঘণ্টা ৪০ মিনিট সময় ব্যয় হয়েছে।
নোয়াখালীর ষ্টেশন মাষ্টার মীর মো. আসাদুজ্জামান উপরোক্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, উপকুল সাধারণত ভোর ৬টায় অন্যদিনের মতো ছেড়ে যাওয়ার কথা ছিল, একপর্যায়ে রেলপথের খোজঁখবর নিয়ে জানা যায়, সোমবার রাত ১২ টার পর ঝড় বৃষ্টির কারণে মাটি নরম হয়ে মাইজদী ষ্টেশনের উত্তর পাশে ব্যক্তি মালিকীয় একটি বড় ধরনের কড়ই গাছ রেল লাইনের ওপর উপড়ে পড়ে। এরপর আমাদের লোকজন ও স্থানীয়রা গাছটি সরে নেয়ার পদক্ষেপ নেয়। এরপর মঙ্গলবার দুপুর ১ ৪০ মিনিটে উপকুল ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।