ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, রিকশার জন্য আলাদা লাইন করা হচ্ছে। ফুটপাতে কোনো ট্রাক রাখা যাবে না। সড়ক আরো টেকসই ও সুন্দর কীভাবে করা যায় তা আমরা দেখছি। সাতরাস্তা থেকে কারওয়ান বাজারের এই রাস্তা ট্রাক, লেগুনা ও কাভার্ডভ্যান মুক্ত করতে যা যা করা দরকার তা করা হবে।
বুধবার তেজগাঁওয়ে ‘মেয়র আনিসুল হক’ সড়ক পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।
ট্রাক মালিক ও শ্রমিক সমিতির নেতাকর্মীদের উদ্দেশে ডিএনসিসি মেয়র বলেন, আপনারা চাইলেও সড়কে কোনো গাড়ি রাখতে পারবেন না। আপনারা আমার কথা শুনলে, আমিও আপনাদের কথা শুনবো।
তিনি বলেন, রাস্তায় ট্রাক রেখে চলে গেছে অনেকে। এখানে টম অ্যান্ড জেরি খেলা চলছে। আমাদের আসতে দেখে চালকরা ট্রাক রেখে চলে যাচ্ছে। এটি চলতে দেওয়া যাবে না।
পরে সড়কে থাকা ট্রাক ও কাভার্ডভ্যানগুলোকে সরিয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযানের পর মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে বৈঠক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের কথা বলেন মেয়র আতিকুল ইসলাম। এছাড়া ১ মার্চ রাস্তায় বাস দাঁড়াতে পারবে না মর্মে বাস মালিক সমিতির সঙ্গে বৈঠক অনুষ্ঠানের কথাও জানান তিনি।
এ সময় তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সভাপতি ও ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শফিউল্লাহ শফিক, ট্রাক মালিক সমিতির সভাপতি হাজী তোফাজ্জল হোসেন মজুমদার, ট্রাক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান ভূইয়া, তেজগাঁও থানার ওসি, উত্তর সিটি কর্পোরেশনের সিইও সেলিম রেজাসহ অনেকে উপস্থিত ছিলেন।