• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে: মো. শাহজাহান ফ্যাসিস্ট শক্তিকে প্রতিহত করতে হবে: জামায়াত নেতা ইয়াছিন আরাফাত নোবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত পাসপোর্টে হয়রানি বন্ধ ও জনগনের সাথে সুসম্পর্ক উন্নয়নে বিদায়ী জেলা পুলিশের ডিআইও-১ এর প্রশংসনীয় উদ্যোগ! নোয়াখালীতে “দ্যা হান্ড্রেড বল ক্রিকেট টুর্নামেন্ট” এর শুভ উদ্বোধন সুধারামে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে- কামরুল ইসলাম ব্যবসায়ীদের আর্তনাদ কবিরহাটে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ)’র  সাধারণ সভা জেলা প্রশাসকের কাছে ৪ শত কম্বল হস্তান্তর করলো ‘আশা’ সোনাপুর পৌর বাসস্ট্যান্ডটি যেভাবে মার্কেটে পরিণত হচ্ছে

যুব গেমসের উদ্বোধন

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

নোয়াখালী:

৬দিন ব্যাপী গেমস এ ফুটবল, ভলিবল, এ্যাথলেটিকস্, জুড়ো, কারাতেসহ মোট ৮টি ইভেন্টে জেলার ৯টি উপজেলার অংশগ্রহণ করবে।

নোয়াখালীতে দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস-২০২৩ এর উদ্বোধন হয়েছে। সোমবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ও নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে গেমস্ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি দেওয়ান মাহবুবুর রহমান।

সকালে জাতীয় ও ক্রীড়া সংস্থার পতাকা উত্তোলন, বেলুন ও কবুতর উড়িয়ে গেমসের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিমুল হায়দার, ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সামছুল হাসান মীরন সহ অনেকে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রান্তিক পর্যায় থেকে প্রতিভাবানদের তুলে আনতেই সরকারের এ প্রয়াস। ৬দিন ব্যাপী গেমস এ ফুটবল, ভলিবল, এ্যাথলেটিকস্, জুড়ো, কারাতেসহ মোট ৮টি ইভেন্টে জেলার ৯টি উপজেলার অংশগ্রহণ করবে। আগামী ৮ জানুয়ারি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে যুব গেমস্ এর সমাপ্তি হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
No comments to show.