নোয়াখালী>
শনিবার (১১ ফেব্রুয়ারী ) সকাল ১০:৩০ ঘটিকার সময় নোয়াখালী পৌর মেয়র সরকারী প্রাথমিক বিদ্যালয় বৃত্তি – ২০২২ খ্রিঃ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান নোয়াখালী সদর পৌরসভার অভ্যন্তরে অনুষ্ঠিত হয়েছে ।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ শহীদুল ইসলাম পিপিএম (বার), পুলিশ সুপার, নোয়াখালী। নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসি বেগম সহ পৌর কাউন্সিলগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নোয়াখালী পৌরসভার মেয়র ও বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি মোঃ শহিদ উল্ল্যাহ্ খান সোহেল।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাইজদী গার্লস একাডেমী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুম্মানে জান্নাত ।
২০১৮ সাল হইতে বৃত্তি প্রদান কার্য্যক্রম শুরু হয়। অতিথিগন বৃত্তিপ্রাপ্ত ছাত্রদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। এতে ২৬ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মোট ২০১ জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ শহীদুল ইসলাম পিপিএম (বার) বলেন, বর্তমান বিশ্ব হচ্ছে গ্লোবাল ভিলিজ প্রতিযোগীতার মাধ্যমে ঠিকে থাকতে হবে। বিজ্ঞানের যুগে নিজেকে তৈরী করে নিতে হবে।মোবাইলের অপব্যাবহার না করে প্রযুক্তিকে শিক্ষার কাজে ব্যাবহার করার জন্য অনুরোধ করে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার জন্য উৎসাহ প্রদান করে বক্তব্য শেষ করেন।
অন্যান্য অতিথিরা বলেন তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, সু-শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ হবে মুক্তিযোদ্ধাকে জানতে হবে, তোমরা আমাদের দেশটাকে গড়বে, এগিয়ে নিয়ে যাবে এটাই প্রত্যাশা।