শুক্রবার রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ শরীফপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ৪২ বছর বয়সী মিজান একই গ্রামের সবুজ চেয়ারম্যান বাড়ির ইব্রাহিমের ছেলে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, ২৩ ডিসেম্বর রাতে শরীফপুর গ্রামের ফজলুল হকের ঘরে চুরি হয়। ওই সময় ২৬ লাখ টাকা, ৯ জোড়া স্বর্ণের কানে দুল, একটি নেকলেস পাঁচটি আংটি, একটি চেইনসহ বিভিন্ন কাগজপত্র নিয়ে যায় চোরদল। এ ঘটনায় ২৬ ডিসেম্বর থানায় মামলা করেন ভুক্তভোগী ফজলুল হক।
পুলিশের তদন্তে সালিশদার মিজানের তথ্য বেরিয়ে আসে। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে রাজুর ঘরে রাখা ১৩ লাখ ৮৫ হাজার টাকা ও এক ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।