।
ভুলুয়া প্রতিবেদকঃ নোয়াখালী পৌরসভার ৬নং ওয়ার্ড এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত বন রেঞ্জ কর্মকর্তা একেএম আবদুর রহিম শুক্রবার দিবাগত রাতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তাঁর বয়স হয়েছিল (৭৩) বছর। মৃত্যু কালে তিনি ১ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য গুনুগ্রাহী রেখে যান । তিনি ব্যাক ইন মোশনঃ আমেরিকান হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার, গুলশান, এর ম্যানেজিং ডিরেক্টর এবং কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি ইউএসএ (নিউ ইয়র্ক শাখা) এর মোমেন্টিয়ার ডা: মোঃ আবদুল্লাহ ইউসুফ এর পিতা।
ডাঃ মোঃ আবদুল্লাহ ইউসুফ জানান, আমার বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। উনার খুব সহজ মৃত্যু হয়েছে। রাত ১১ঃ৩০ এ তিনি বাইরে থেকে ফিরে এসেছেন। নিচ তলায় স্টাফকে গেট লাগাতে বলে দোতলায় উপরে এসেছেন। সকাল এ যখন আমরা খবর পেলাম, যে তিনি সামনের দরজা বন্ধ করেননি। বাইরের পোশাকেই বিছানায় শোয়া অবস্থাতেই উনাকে পাওয়া গেছে, একদম প্রশান্ত চেহারা, কষ্টের কোন চিহ্ন ছিলনা। যেনো ঘুমুচ্ছেন। কাউকে একটা ফোন ও করার সুযোগ পাননি যে খারাপ লাগছে।কাউকে কোনো সেবা করার, হাসপাতাল এ নেবার সুযোগ ও তিনি দেননি।
তাঁর নিজের জন্মস্থান কবিরহাটের সুন্দলপুর গ্রামে এবং বর্তমান নিজস্ব বাসস্থান নোয়াখালী শহরে, দুই জায়গায় হাজারো মানুষের উপস্থিতিতে জানাজা শেষে, সন্ধ্যা ৭ঃ৩০ দত্তের হাটের পারিবারিক কবরস্থানে তাঁরকে সমাহিত করা হয়। এসময় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।