জুয়েল রানা লিটনঃ ভালোবাসা ও কৃতজ্ঞতায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপন করেন কবি গোলাম মাওলা জসিমের(সেলুন পাঠাগার বিশ্বজুড়ে ) তিনটি সেলুনের বিনামূল্যে বই বিতরণের মাধ্যমে।
রবিবার (১৭ মার্চ ) সন্ধ্যায় হরিনারায়নপুর রেল স্টেশনের টুটুল হেয়ার কাটিং সেলুন,নতুন বাস স্ট্যান্ডের এভারেস্ট হেয়ার কাটিং সেলুন ও প্যারামেডিকেল এর পিছনে আরো একটি সেলুনে বুক সেলফের মাধ্যমে পাঠাগার স্থাপন করেন।
মানবতার ফেরিওয়ালা কবি গোলাম মাওলা জসিম দীর্ঘদিন থেকে বিশ্বব্যাপী নিজ উদ্যোগে ও অর্থায়নে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
তিনি জানান, সেলুনে আগত কাস্টমাররা অনেক সময় মোবাইলে আসক্তসহ অলস সময় পার করে এবং কিছু কিছু সেলুনের পত্রিকা পড়েন, পত্রিকার পাশাপাশি যেন ফ্রিতে আমার দেওয়া এই মূল্যবান বইগুলো পড়ে জ্ঞান অর্জন করতে পারেন এটাই আমার উদ্দেশ্য। আপনারা জানেন জ্ঞানী মানুষের বইয়ের চেয়ে ভালো বন্ধু আর কিছু হতে পারে না।
তিনি আরো বলেন, আমার এই কার্যক্রম আমি আমৃত্যু অব্যাহত রাখবো এবং আমার মৃত্যুর পরে ও আমার সন্তানেরাও যাতে এ কার্যক্রম অব্যাহত রাখতে পারে সেই পরিকল্পনায় আমি কাজ করছি।