নোয়াখালী প্রতিনিধিঃবিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক গোলাম
মাওলা জসিমের একক প্রচেষ্টায় ও পরিশ্রমে স্থাপন করা (সেলুন পাঠাগার বিশ্বজুড়ে) প্রতিনিয়তই যোগ হচ্ছে আরো নতুন নতুন পাঠাগার।
মার্চ স্বাধীনতা মাস ও বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এর কার্যক্রম অন্যান্য সময়ের চেয়ে বেশি স্থাপন করা হচ্ছে।
বৃহস্পতিবার ২০ মার্চ সন্ধ্যায় নোয়াখালী সদর উপজেলার মাইজদী লক্ষীনারায়নপুর ফেমাস হেয়ার কাট সেলুনে এই লাইব্রেরী স্থাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক রহমত উল্লাহ ভূঁইয়া, কবি গোলাম মাওলা জসিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রহমত উল্লাহ বলেন, কবি গোলাম মাওলা জসিমের এই মহতী উদ্যোগকে আমরা স্বাগতম জানাই, আমাদের প্রত্যাশা তার এই কার্যক্রম সে অব্যাহত রাখবে, সমাজের সামাজিক কর্মকান্ডের সবাই মহৎ, ভাল কাজগুলো টাকা পয়সা থাকলেও মানসিকতার অভাবে করতে পারে না, যা গোলাম মাওলা জসিম করে যাচ্ছেন। তার জন্য আমাদের দোয়া ও সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে।
গোলাম মাওলা জসিম জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও স্বাধীনতার মাস উপলক্ষে এই মাসে আমার এই কার্যক্রমটি অন্যান্য মাসের চেয়ে আমি বেশি স্থাপন করার চেষ্টা করছি। যদি ওই কার্যক্রম চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাকে কিছুটা অর্থনৈতিক সংকটে পড়তে হচ্ছে তবুও আমি চালিয়ে যাচ্ছি।