বিনোদন >
নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৭২ আরোহীর মধ্যে ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি চার জন নিখোঁজ। তাদের বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেই ধারণা করা হচ্ছে।
গত তিন দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটিতে এটা সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা। গতকাল রোববার ইয়েতি এয়ারলাইনসের বিমানটি কাঠমান্ডু থেকে পোখারায় যাওয়ার পর অবতরণের সময় বিধ্বস্ত হয়। সেই সময় বিমানটিতে আগুন ধরে যায়। এটিআর-৭২ মডেলের দুই ইঞ্জিনের বিমানটিতে মোট ৬৮ জন যাত্রী ছিলেন,
দুর্ঘটনায় কবলিত বিমানটিতে অন্যান্য যাত্রীর মধ্যে ছিলেন নেপালের প্রখ্যাত লোকশিল্পী নীরা ছনত্যাল। তার বোন হীরা ছনত্যাল নেপালের গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, মকর সংক্রান্তি উপলক্ষে একটি অনুষ্ঠান করতে পোখারায় যাচ্ছিলেন নীরা। যাওয়ার পথেই বিমান দুর্ঘটনায় মারা যান তিনি। এদিন সকালে নীরা মকর সংক্রান্তি উপলক্ষে ফেসবুকে কয়েকটি ছবি দিয়ে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছিলেন।
নেপাল চান্টিয়াল ইয়ুথ অ্যাসোসিয়েশনের তরফ থেকে সোমবার পোখরায় পুরুষ ও নারীদের ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই প্রতিযোগিতা উপলক্ষেই সেখানে একটি সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই কারণেই নীরা পোখারা যাচ্ছিলেন। অনুষ্ঠানে গান গাওয়ার কথা ছিল তার। কিন্তু বিমান দুর্ঘটনায় প্রতিযোগিতা বন্ধ করা দেওয়া হয়েছে।