নয় সকাল প্রতিবেদক,
একটি সমাজ কল্যাণের অঙ্গীকার নিয়ে ১৯৯৫ সালে যাত্রা শুরু করে নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়েনের পন্ডিতপুর সোনালী সংসদ। সমাজের দুস্থ, অসুস্থ, অসহায় মানুষের কল্যাণে সামাজিক কর্মকান্ডে এক অগ্রণী ভূমিকা রেখে চলছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত সাংবাদিক আজিজুল হক আজিজ সাহেবের হাতে গড়া এ সংগঠনটি আজও স্বগৌরবে সুনামের সাথে এগিয়ে যাচ্ছে এক ঝাঁকউদ্যমী যুবকের মেধা ও স্বেচ্ছাশ্রমের মধ্য দিয়ে ।
প্রতিষ্ঠানটির সমাজ কল্যাণমূলক কর্মকা-গুলোর মধ্যে গণশিক্ষা, মৎস্য চাষ, বৃক্ষ রোপণ, দুস্থদের সাহায্য, সেলাই শিক্ষা, বিনামূল্যে বই বিতরণ, খাবার স্যালাইন বিতরণ, অসহায় পরিবারের মেয়েদের বিবাহ প্রদানে আর্থিক অনুদান, ক্যান্সার, কিডনী, হার্ড ব্লক, পঙ্গু ও অসহায় রোগীদের আর্থিক অনুদান, স্কুল ও মাদ্রসার এতিম দরিদ্র ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা, পোশাক বিতরণ উল্লেখযোগ্য।
বৈশ্বিক মহামারী করোনাকালেও সম্পূর্ণ নিজস্ব তহবীল থেকে এবং কয়েকজন সদস্যের ব্যক্তিগত অর্থ সহায়তা,নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতণের মাধ্যমে প্রতিষ্ঠানটি সর্বমহলে ব্যাপক শুনাম অর্জন করেছে।
সোনালী সংসদের সভাপতি ডাক্তার মোহাম্মদ মুজিবুল হক (সোহাগ) বলেন, এই অরাজনৈতিক প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্যই হচ্ছে মানবতার কল্যাণে কাজ করা, আমরা তাই করছি। আপনারা জানেন ইতোমধ্যে এই সংগঠনটির মহৎ কর্মকা-গুলো ব্যাপক সুনাম কুড়িয়েছে সমাজের সর্বমহলে। আমরা এই মহৎ কাজগুলোর প্রসারতা যাতে আরো বাড়াতে পারি সেই লক্ষ্যে আমাদের প্রত্যেক সদস্য নিজ নিজ অবস্থান থেকে স্বেচ্ছাশ্রমে মানবতার কল্যাণে সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছে।