শনিবার মো.আবুল মৃধা ও মো. বাদল মুন্সি আসামি করে আমতলী থানায় মামলাটি দায়ের করেন পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. আজিজুর রহমান।
মামলায় উল্লেখ করা হয়েছে, উপজেলার আঙুলকাটা নামক স্থানে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্মিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কেটে ইটঁভাটার মালামাল আনা-নেয়ার জন্য সুড়ঙ্গ তৈরি করে অভিযুক্তরা। সরেজমিন তদন্ত করে নিশ্চিত হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. আজিজুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কাটার প্রমাণ পেয়েছি। মৌখিকভাবে ও পত্রের মাধ্যমে নিষেধ করা হলেও তার সুড়ঙ্গ বন্ধ না করায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. আজিজুর রহমান শনিবার বাদী হয়ে মূল মালিক ও ভাড়াটিয়া মালিক দুজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। আমরা সরেজমিন তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে।