রোববার রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ‘পুলিশ সপ্তাহ-২০২৩’ উপলক্ষে প্রথম পর্যায়ে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের খেলোয়াড়দের নতুন উদ্যমে ক্রীড়াঙ্গনে আরো সাফল্য দেখাতে হবে। ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করতে হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশ পুলিশের ফুটবল ও কাবাডি দল ভালো করছে। তবে এ জন্য আত্মতুষ্টিতে ভোগা যাবে না। সামনে আরো ভালো করতে হবে।
বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, আপনারা কৃতিত্বের সঙ্গে বিজয়ী হয়েছেন। ভবিষ্যতেও ভালো করার এ ধারা অব্যাহত রাখতে হবে।
যারা বিজয়ী হতে পারেননি তারা নিয়মিত অনুশীলনের মাধ্যমে আগামীতে ভালো করবেন বলে প্রত্যাশা করেন পুলিশ প্রধান।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে ১৮টি ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।