নোয়াখালী>
নোয়াখালী থেকে গত ৩ ডিসেম্বর বিদায়ী নিলেন একজন দক্ষ ও সৎ কর্মকর্তা ডি আই ও-১,জিয়া মো: মোস্তাফিজ ভূঁইয়া।
জানা যায়, পুলিশের এই দক্ষ কর্মকর্তা নোয়াখালীতে যোগদানের পর থেকে পাল্টে যেতে শুরু করে ডিএসবি অফিসের বিরুদ্ধে গুঞ্জন থাকা বহু অপবাদ।পাসপোর্ট ভেরিফিকেশনে, পুলিশ ক্লিয়ারেন্সের সেবাপ্রার্থীদের বিভিন্ন ওজর আপত্তি তুলে হয়রানীর অভিযোগগুলো আর কারো মুখে তেমন একটা শোনা যেত না। অনেক সেবাপার্থীরা এই অফিসের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক সেবায় নিজেদের সন্তুষ্টির কথা বলতে শোনা গেছে। ডিআইও-১ মুস্তাফিজ ভূঁইয়া এ জেলায় তার দুই বছরের অধিক সময়ে দায়িত্ব পালনের সময়ে নিষ্ঠা,সততা ও সাহসিকতা দিয়ে তার দায়িত্ব পালন করে জেলাবাসীর মন জয় করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময়ও এই কর্মকর্তার ভূমিকায় ছিল দক্ষতার পরিচয়। জেলার স্মরণকালের ভয়াবহ অতিবৃষ্টিতে দীর্ঘ সময়ের সৃষ্ট পানিবন্দি অসহায়বন্যার্তদের পাশে নিজের সামর্থ্য নিয়ে দাঁড়িয়েছেনএবং সারা জীবন মানবতার কল্যাণে কাজ করে যেতে চান বলে জানান তিনি।
নোয়াখালীবাসী আশাবাদি পুলিশের পাসপোর্ট তদন্তে হয়রানি না হওয়ার এই ধারাবাহিকতা সদ্য বিদায়ী ডিআইও-১ এর উত্তরসূরীরা বজায় রাখবেন।আগের মতই সেবা দিবেন পাসপোর্ট তদন্তে।