শুক্রবার (৮ নভেম্বর) হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী বদলির বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত দায়িত্বে থাকা পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফের বৃহস্পতিবার (৭ নভেম্বর) স্বাক্ষরিত চিঠিতে বদলির বিষয়টি জানানো হয়েছে।
এদিকে আরেক চিঠিতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন (ইএনটি) রাজীব আহমেদ চৌধুরীকে (কোড-১২৬১৮৭) ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) হিসেবে পদায়ন করা হয়েছে।
চিঠিগুলোতে আরও বলা হয়, এ প্রজ্ঞাপন জারির তিন কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের দায়িত্বভার হস্তান্তর করবেন। অন্যথায় চার দিনের দিন থেকে তারা সরাসরি অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম ২০১৮ সালের ১০ জানুয়ারি নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) হিসেবে যোগদান করেন। তিনি নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর আস্থায় থেকে বিভিন্ন টেন্ডার নিয়ন্ত্রণসহ টাকার বিনিময়ে মেডিকেল সার্টিফিকেট বাণিজ্য করে আসছিলেন। এমনকি প্রতিটি থানা পুলিশও বিভিন্ন প্রতিবেদন নিতে তাকে টাকা দিতে হতো।
জানতে চাইলে আরএমও ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম অনিয়মের অভিযোগ অস্বীকার করে জাগো নিউজকে বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সরকার যখন যেখানে ভালো মনে করে পাঠাবে আমরা চাকরি করতে বাধ্য।