• শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
অতিরিক্ত বাস ভাড়া বন্ধে লিগ্যাল নোটিশ ও সংবাদ সম্মেলন কে হচ্ছেন জেলা বিএনপির কর্ণধার পুলিশের মধ্যে ট্রমা এখনো পুরোপুরি কাটেনি: নোয়াখালীতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হাবিব ষড়যন্ত্র বন্ধ করতে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে : মো. শাহজাহান কাদের মির্জার নিপীড়নের শিকার বিএনপি-জামায়াত-আওয়ামী লীগও জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকা বিষয়ক সেমিনার ডিজেল জেনারেটর নাকি গ্যাসোলিন জেনারেটর কোনটি ব্যবহার করা উচিৎ নোয়াখালী বিএডিসিতে তথ্য চাইতে গেলে দুই সাংবাদিকের উপর হামলা গণপূর্ত বিভাগের বন্দোবস্তের পাঁচগুণ জায়গা অবৈধভাবে দখল নোয়াখালীতে ভুল চিকিৎসায় নবজাতকসহ প্রসূতির মৃত্যুর অভিযোগ

কে হচ্ছেন জেলা বিএনপির কর্ণধার

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

নোয়াখালী:

দীর্ঘ ১৭ বছর ধরে স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে রাজপথের নিবেদিত প্রাণ জেলার শীর্ষ নেতারা হচ্ছেন একে অপরের প্রতিদ্বন্দ্বী প্রার্থী। মিলিয়ে নিচ্ছেন রাজনীতিতে ত্যাগ ও প্রাপ্তির হিসাব। যে কারণে একদিকে জেলার সকল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে প্রাণ চাঞ্চল্য। অপরদিকে সৃষ্টি হয়েছে বিরোধ, বিভেদ ও রাজনৈতিক কোন্দলের আতঙ্কিত পরিবেশ।

এদিকে দলের দুঃসময়ে জেলা বিএনপির বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের সবটুকু উজাড় করে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ পাড়ি দিয়ে ছাত্র জনতার হাত ধরে ফ্যাসিস্ট সরকারকে উৎখাতের সফলতা অর্জন করেছেন বলেই তারা আবারও নোয়াখালী জেলা বিএনপির নেতৃত্বের যোগ্য দাবিদার বলে মনে করছেন অনেক নেতা কর্মীরা।

অপরদিকে জেলা বিএনপি’র সহ সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া জেলায় একজন প্রবীণ রাজনীতিবিদ। একাধারে তিনি কয়েকবার দলের দুঃসময়ে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালন করছেন সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি হিসেবেও। একাধারে তিনি জেলার সিনিয়র আইনজীবী, জেলা বারের কয়েকবারের নির্বাচিত সভাপতি, রাজনীতিবিদ ও সর্বজন সমাদৃত ব্যক্তিত্ব। যে কারণে তাকে জেলা বিএনপির সভাপতি পদের যোগ্য দাবিদার বলে মনে করছেন অনেকেই।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় শক্ত অবস্থানে রয়েছেন তৃণমূলের জনপ্রিয় আরো এক শক্তিমান রাজনীতিবিদ মাহাবুব আলমগীর আলো। যার বক্তব্য রাজনীতির মাঠে বিপ্লবী বজ্রকন্ঠ, আন্দোলিত করে তোলে নির্যাতিত নিপীড়িত নেতাকর্মীদের। সেই নেতৃত্ব যার রাজনীতিতে ত্যাগের তুলনায় প্রাপ্তির খাতা শূন্য বলে মনে করেন সাধারণ নেতাকর্মীরা। যে কারণে সভাপতি প্রার্থী হিসেবে তার রয়েছে শক্ত অবস্থান।

অপরদিকে সভাপতি প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি উত্তাপ ছড়াচ্ছেন যিনি। রাজনীতিতে তার রয়েছে বহু প্রাপ্তির হিসাব। তিনি নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌর বিএনপি’র কয়েকবারের সভাপতি, নোয়াখালী পৌরসভার দুই বারের সাবেক মেয়র হারুন অর রশিদ আজাদ। একাধারে তিনি জেলার একজন প্রভাবশালী রাজনীতিবিদ। যে কারণে তিনি সভাপতি পদে বিএনপি’র একটি অংশের তুমুল জনপ্রিয় প্রার্থী হিসেবে শক্ত অবস্থানের জানান দিচ্ছেন।

প্রসঙ্গত এর আগে দীর্ঘদিন হারুনুর রশিদ আজাদ রাজনীতি থেকে বিরত থাকলেও এবার মাঠঘাট বেঁধেই রাজনীতির মাঠে লড়াইয়ে নেমেছেন সভাপতি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে। যদিও প্রভাবশালী এই প্রার্থীর বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের অভিযোগ রয়েছে যে তিনি দলের দুঃসময়ে রাজনীতি থেকে বিরত থেকেছেন আর সুসময়ে এসে রাজনীতিতে অবস্থান নিতে চাচ্ছেন। নেতাকর্মীদের এমন প্রশ্নের জবাবে হারুনুর রশিদ আজাদ সময়ের কণ্ঠস্বর কে বলেন, রাজনীতি থেকে আমি বিরত থাকিনি। আমাকে বিরত করে রাখা হয়েছিল। ২০১৬ সালের জেলা বিএনপির নীল নকশার কাউন্সিলের মাধ্যমে আমাকে সভাপতি পদ থেকে বঞ্চিত করে রাজনীতির মাঠে এক কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করা হয়েছিল। সেই থেকে আমাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেয়ার সকল প্রকার চক্রান্তে লিপ্ত ছিল প্রতিপক্ষ গুষ্টি। তবে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, আমি আদর্শ থেকে বিচ্যুত হইনি। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক আমি বিগত দিনে সকল রাজনৈতিক কর্মসূচি পালন করে এসেছি।

কিন্তু গণমাধ্যমের পক্ষপাত দুষ্ট খবরে সেই সব সত্য উঠে আসেনি বলে তিনি অভিযোগ করেন। তিনি আরো বলেন, সভাপতি পদে নির্বাচিত হলে তিনি হিংসা বিদ্বেষ ও প্রতিশোধ পরায়ণ রাজনীতি থেকে বিরত থাকবেন। দলের সকল নেতা কর্মীদেরকে নিয়ে একটি অহিংস কোন্দলবিহীন রাজনৈতিক পরিবেশ তৈরি করবেন।

কমিটির বিষয়ে জেলার সিনিয়র রাজনীতিবিদ মাহবুব আলমগীর আলো  বলেন, দলের দুঃসময়ে কাজ করে এসেছি, এখন সভাপতি পদে প্রার্থী হয়েছি। তবে আমি শুধুমাত্র পদবীর জন্য রাজনীতি করি না, কারন পদবী পেলেও রাজনীতি করবো, না পেলেও রাজনীতি করবো। দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

জেলার আরেক প্রবীণ নেতা জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি’কে কমিটির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এসব বিষয়ে সাধারণ সম্পাদক আব্দুর রহমান সাহেব বলবেন। পরে সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান সাহেবের মোবাইলে কল দিলে সংযোগ পাওয়া সম্ভব হয়নি।

এসব বিষয়ে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট এ বি এম জাকারিয়া  বলেন, আমি দীর্ঘদিন জেলা বিএনপির নেতৃত্ব দিয়ে আসছি। আশা করছি দল আমাকে সেই মূল্যায়ন করবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিষয়ে তিনি বলেন, আমাদের সকলের আমলনামা কিন্তু দলীয় হাই কমান্ডের কাছে আছে। দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান কখনো ভুল সিদ্ধান্ত নেবেন না। আর তিনি দলীয় স্বার্থে যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্তের আলোকে আমরা কাজ করে যাব।

উল্লেখ্য ২০১৬ সালে কাউন্সিলের মাধ্যমে জেলা বিএনপির সভাপতি পদে এডভোকেট আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক পদে মাহবুব আলমগীর আলো’কে ঘোষণা করা হয়। সেই কমিটির মেয়াদ দুই মাস যেতে না যেতেই আবারও নতুন করে কমিটি দেয়া হয়। যেখানে গোলাম হায়দার বিএসসি’কে সভাপতি করে অ্যাডভোকেট আব্দুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়। সেই ২০১৬ সাল থেকে অদ্যাবধি আর কোন কাউন্সিল হয়নি। ২০১৬ সালের কাউন্সিলে সভাপতি প্রার্থী হিসেবে হারুন অর রশিদ আজাদ ছিলেন একজন প্রভাবশালী প্রার্থী। সেই কাউন্সিলে তাকে সভাপতি ঘোষণা না করায় জেলা বিএনপির রাজনীতিতে দলীয় কোন্দল মাথা চাড়া দিয়ে ওঠে। সেই যে কোন্দলের রাজনীতি শুরু হয়েছিল তা এখন পর্যন্ত বিদ্যমান রয়েছে। তবে ২০১৬ সালের কাউন্সিলের পর থেকে হারুন অর রশিদ আজাদ রাজনীতিতে অনেকটা নিষ্ক্রিয় থাকার কারণে দলীয় নেতাকর্মীরা জেলা বিএনপি’র নেতৃত্বে একত্রিতভাবে আন্দোলন সংগ্রাম করে গিয়েছেন। তবে এখন আবার দীর্ঘ ৮ বছর পর জেলা বিএনপির কমিটিকে কেন্দ্র করে হারুন অর রশিদ আজাদের অনুসারীরা বিভক্ত হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
No comments to show.