• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে: মো. শাহজাহান ফ্যাসিস্ট শক্তিকে প্রতিহত করতে হবে: জামায়াত নেতা ইয়াছিন আরাফাত নোবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত পাসপোর্টে হয়রানি বন্ধ ও জনগনের সাথে সুসম্পর্ক উন্নয়নে বিদায়ী জেলা পুলিশের ডিআইও-১ এর প্রশংসনীয় উদ্যোগ! নোয়াখালীতে “দ্যা হান্ড্রেড বল ক্রিকেট টুর্নামেন্ট” এর শুভ উদ্বোধন সুধারামে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে- কামরুল ইসলাম ব্যবসায়ীদের আর্তনাদ কবিরহাটে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ)’র  সাধারণ সভা জেলা প্রশাসকের কাছে ৪ শত কম্বল হস্তান্তর করলো ‘আশা’ সোনাপুর পৌর বাসস্ট্যান্ডটি যেভাবে মার্কেটে পরিণত হচ্ছে

নোয়াখালীতে মাদ্রাসার জায়গা দখলের অভিযোগ

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

নোয়াখালী প্রতিনিধি> –
নোয়াখালী সদর উপজেলার খলিফার হাট বাজারের কোটি টাকার সরকারি খাস ও খলিফার হাট হামেদিয়া ফাজিল মাদ্রাসার ভিটি জায়গা স্হানীয় ছিদ্দিক আহামদ গংদের দখলের উদ্দেশ্য, পাকা দোকান নির্মাণ করা অবস্থায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: বায়োজিদ বিন আখন্দ অভিযান চালিয়ে সরকারি জায়গায় নির্মাণাধীন সামগ্রী অপসারণের নির্দেশ দেন বলে জানাযায়।
খলিফার হাট হামিদিয়া ফাজিল মাদ্রাসার সহসভাপতি ও পরিচালনা পরিষদের অন্যন্য সদস্যরা জানান, ১৯৫৭ সালে রেনুমিয়া পন্ডিত সাবেক ২৬৮দাগে কতেক জায়গা মাদ্রাসা কে দান করলে, সে থেকে সাবেক ২৬৭ ও ২৬৮ সাদের জায়গা মাদ্রাসা ভোগদখল করে আসছে, ছিদ্দিক উল্যাহ গং উক্ত ২৬৭ হালে ১৫২১ দাগে এক শতাংশ মালিকানা দাবী করে মাঠ জরিপ করান, এ সুযোগে তারা সাবেক ২৬৮দাগে খলিফার হাট বাজারের সরকারি খাস ও মাদ্রাসা জায়গা দখলের অপচেষ্টা করে, পাকা দোকান নির্মাণ করার , খবর পেয়ে সহকারী কমিশনার ভূমি বায়োজিদ বিন আখন্দ ১০এপ্রিল অভিযান করে সরকারি খাস জায়গায় নির্মাণ সামগ্রী অপসারণের নির্দেশ দেন, ছিদ্দিক উল্যাহ গং সাময়িক কাজ বন্ধ রাখলেও সময় সুযোগ বুঝে মাদ্রাসার জায়গায় পাকা দোকান নির্মাণ করে ফেলবে বলে লোকমুখে জানাযায়। আমরা এ ঐতিহ্যবাহী মাদ্রাসার সৌন্দর্য বৃদ্ধির স্বার্থে জায়গাটি উদ্ধার করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।

এ বিষয়ে অভিযুক্ত ছিদ্দিক উল্যাহ গং এর বক্তব্য নেওয়ার জন্য চেষ্টা করেও তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

জায়গা দখলের বিরুদ্ধে, অভিযান পরিচালনার ব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার আখীনূর জাহান নীলা, বলেন, আমি খবর পেয়ে আমাদের সহকারী কমিশনার ভূমি মো:বায়োজিদ বিন আখন্দকে ১০মার্চ ঘটনাস্থলে পাঠাই, তিনি খাস জায়গায় দোকান ঘর নির্মাণ কাজ করা দেখে, নির্মাণ সামগ্রী অপসারণের নির্দেশ দেন, তারা সব অপসারণ করে নিবে বলে আশ্বস্ত করেন। যদি পুনরায় দখলের অপচেষ্টা করে, তাহলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
No comments to show.