• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে: মো. শাহজাহান ফ্যাসিস্ট শক্তিকে প্রতিহত করতে হবে: জামায়াত নেতা ইয়াছিন আরাফাত নোবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত পাসপোর্টে হয়রানি বন্ধ ও জনগনের সাথে সুসম্পর্ক উন্নয়নে বিদায়ী জেলা পুলিশের ডিআইও-১ এর প্রশংসনীয় উদ্যোগ! নোয়াখালীতে “দ্যা হান্ড্রেড বল ক্রিকেট টুর্নামেন্ট” এর শুভ উদ্বোধন সুধারামে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে- কামরুল ইসলাম ব্যবসায়ীদের আর্তনাদ কবিরহাটে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ)’র  সাধারণ সভা জেলা প্রশাসকের কাছে ৪ শত কম্বল হস্তান্তর করলো ‘আশা’ সোনাপুর পৌর বাসস্ট্যান্ডটি যেভাবে মার্কেটে পরিণত হচ্ছে

সংক্রমণ থেকে চোখকে রক্ষা করে

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৭ আগস্ট, ২০২৩

চলছে বর্ষাকাল। এ সময়ে চোখে নানা রকম রোগের দেখা হয়। কনজেক্টিভাইটিস বা আই ফ্লু বেড়ে যায়। আবহাওয়ার কারণে ব্যাকটেরিয়া, ভাইরাস এবং অন্যান্য জীবাণু বেড়ে যাওয়াতে এমন হয়। এই রোগের লক্ষণ হল চোখ লাল হয়ে যাওয়া, চুলকানি এবং আঠালো চোখ। এ সময় আপনার চোখ ভারী লাগবে। চোখ আলোর প্রতি সংবেদনশীল অবস্থায় থাকবে। চোখের ফ্লুর ধরনের ওপর নির্ভর করে লক্ষণগুলো কিছুটা পরিবর্তিত হয়।

চোখে বার বার হাত দেবেন না। এতে ব্যাকটেরিয়া দ্রুত ছড়ায়। তখন অ্যালার্জিক কনজেক্টিভাইটিস সংক্রামক হয়। বর্ষাকালে চোখের যত্ন নেওয়ার জন্য খাদ্যতালিকায় কিছু খাবার যোগ করুন। খাবারে থাকা পুষ্টি চোখের ক্ষতি কমাতে সাহায্য করে। চোখের ব্যায়াম করুন। এতে কনজেক্টিভাইটিস প্রতিরোধ করা যেতে পারে।

জেন মাল্টিস্পেশালিটি হাসপাতালের ডায়েটিশিয়ান প্রিয়া পালান বলেন হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, “কনজেক্টিভাইটিস বলতে বুঝায় কনজেক্টিভাল টিস্যুর প্রদাহ। এ সময় রক্তনালীগুলো সংকোচিত হয়ে যায়। চোখে ব্যথা হয়। তাই খাদ্যতালিকায় অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং খনিজ যুক্ত খাবার রাখুন। এ সব খাবার সংক্রমণ থেকে চোখকে রক্ষা করে”।

শাকসবজি

পালং শাক, বাঁধাকপির মত শাকসবজি লুটেইন এবং জেক্সানথিনের ভাল উত্স। এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। যা চোখকে অবক্ষয় থেকে রক্ষা করে।

কমলা রঙের ফল এবং শাকসবজি

গাজর, মিষ্টি আলু, এপ্রিকট, পেঁপে, কুমড়ো বিটা ক্যারোটিনের ভাল উৎস। এগুলো ভিটামিন-এ এর একটি রূপ। যা চোখের স্বাভাবিক ক্রিয়াকলাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আঙ্গুর, বেরি, মরিচ, কমলা

এ সব খাবার ভিটামিন সি এর ভাল উত্স। ইমিউন ফাংশন তৈরি করতে সাহায্য করে। এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার। যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য সহায়তা করে।

ডিম

ডিমকে চোখের জন্য একটি পরিপূর্ণ খাবার বলে মনে করা হয়। প্রোটিন, জিঙ্ক, অ্যান্টিঅক্সিডেন্টের একটি ভাল উত্স। এ সব উপাদান যেকোনো সংক্রমণ থেকে চোখকে রক্ষা করে।

সালমন ও টুনা

এই তৈলাক্ত মাছগুলো ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের সমৃদ্ধ উত্স। যা প্রদাহ কমায়। চোখের স্বাস্থ্যকে ভাল রাখতে সমর্থন করে।

বাদাম

বাদাম ভিটামিন ই এর ভাল উত্স। যা চোখকে ফ্রি র‍্যাডিকাল থেকে রক্ষা করে। বাদাম, আখরোট, সূর্যমুখী বীজ, হ্যাজেলনাট অবশ্যই খাদ্যতালিকায় যুক্ত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
No comments to show.