• শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন

নোয়াখালীতে মাজারে হামলা ,সংঘর্ষে আহত ১০

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

নোয়াখালীর সদর উপজেলায় শাহ সুফি আইউব আলী দরবেশের মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে ‘তৌহিদী জনতা’র ব্যানারে একদল লোক এ ঘটনা ঘটায় বলে প্রত্যক্ষদর্শী ও মাজার কমিটি জানিয়েছে। হামলাকারীরা ওরশের প্যান্ডেলসহ পুরো মাজার গুঁড়িয়ে দেয়।

খবর পেয়ে সুধারাম থানা পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সুধারাম থানার পুলিশ ও স্থানীয়রা জানান, কালাদরাপ ইউনিয়নের মুন্সীরতালুক গ্রামে মাজারে তিন দিনব্যাপী ওরশ আয়োজনের প্রস্তুতি চলছিল। একইদিন বিকালে মাজারের পাশে ওয়াজ মাহফিলের ঘোষণা দেওয়া হলে সকাল থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

দুপুরে লাঠিসোঁটা হাতে কয়েকশ লোক মাজারে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

মাজারের প্রধান মোতাওয়াল্লি মো. জামাল উদ্দিন আল মাইজভাণ্ডারী বলেন, “৬৫ বছর ধরে মাজারে বার্ষিক ওরশ হয়ে আসছে। এবারের আয়োজনের প্রস্তুতির মধ্যেই কিছু ওলি-আউলিয়াবিরোধী ব্যক্তি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হামলা চালায়।”

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সুধারাম থানার ওসি কামরুল ইসলাম জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেনাবাহিনী ও পুলিশ টহল দিচ্ছে এবং তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তা শাহ নেওয়াজ তানভীর বলেন, “বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করছে প্রশাসন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ